কান উৎসব: সাজ নিয়ে কটাক্ষের শিকার উর্বশী রাউতেলা

কানের লাল গালিচায় উর্বশী। ছবি: সংগৃহীত
অনিন্দ্য মামুন, কান (ফ্রান্স) থেকে
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ১৩:১৮ | আপডেট: ১৪ মে ২০২৫ | ২১:৪৮
পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্র তারকাদের মিলনমেলা ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব। সেখানে দাপুটে উপস্থিতি দেখা যায় বলিউড তারকাদেরও। এবারের আসরেও ব্যতিক্রম হয়নি। কানের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। ভারী রঙিন সাজে উপস্থিত হন এই লাস্যময়ী। তবে কানের সেই ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে খুব ভালো অভিজ্ঞতা হয়নি তার। নেটিজেনদের কেউ কেউ উর্বশীর সাজের প্রশংসা করলেও অনেকে করেছেন সমালোচনা।
সাজগোজ নিয়ে বরাবরই আলোচনায় থাকেন উর্বশী। ব্যতিক্রমী লুকে হাজির হয়ে খবরের শিরোনাম হওয়া তার সাধারণ ঘটনা। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনেও দেখা গেল ভিন্ন এক সাজে। চোখে নীল রঙের আইশ্যাডো, কার্লি হেয়ার স্টাইলের সঙ্গে রঙিন ক্রিস্টাল হেয়ারব্যান্ড, কানে মানানসই দুল আর গায়ে রামধনু রঙের অফ শোল্ডার গাউন। রেড কার্পেটে হাঁটার সময় হাতে ছিল প্রায় সাড়ে চার লাখ টাকার ‘টিয়া পাখি’।
উর্বশীর এমন ভারী সাজটাই মনে ধরেনি নেটিজেনদের। হাল ফ্যাশনে ‘নো লুক মেকআপ’ জনপ্রিয় ট্রেন্ড। মুখে মেকআপ থাকলেও তা বোঝার উপায় থাকবে না। কিন্তু উর্বশীর বাহারি সাজ চোখে বিঁধেছে ভক্তদের। কটাক্ষ করতেও ছাড়েননি।
বডিউড সুন্দরীর ছবি শেয়ার করে একজন লেখেন, ‘উর্বশী রাউতেলা প্রথম অভিনেত্রী, যিনি কানের লাল গালিচায় এমন ভয় পাইয়ে দেওয়ার মতো লুকে হাজির হয়েছেন। সঙ্গে আবার টিয়া পাখি!’
কাবেরী নামে এক নারী লিখেছেন, ‘কেউ দয়া করে উর্বশী রাউতেলাকে বলুন যে- সে কানে আছে, কমিক শোতে নয়।’
কেউ আবার যাদুকরের সঙ্গে তুলনা করেছেন উর্বশীকে। বলেন, ‘প্রথম অভিনেত্রী, যিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে ম্যাজিশিয়ান যোগিয়া সরকারের লুকে ধরা দিয়েছেন। উর্বশীকে অভিনন্দন।’
একজন লিখলেন, ‘জঘন্য সাজ। উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভাল।’ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলেও বিদ্রুপ করেন কেউ কেউ৷
তবে উর্বশীর কপালে যে শুধু নেতিবাচক মন্তব্য জুটেছে তা কিন্তু নয়। অনেকে নতুন লুকের প্রশংসাও করেছেন৷ এক নেটিজেন লিখেছেন, ‘কানের লাল গালিচায় সাহস দেখিয়েছেন অভিনেত্রী। প্রাইসলেস ক্রিস্টাল প্যারট ক্লাচের সঙ্গে আউটস্ট্যান্ডিং পোশাক, নজরকাড়া।’
ফ্যাশনের দেশ ফ্রান্স। সেই দেশে আয়োজিত কান উৎসবে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপনের ইচ্ছে থাকে সবারই। কিন্তু উর্বশীর সেই চেষ্টার ফল হলো তিক্ত।
বলা হয় ফ্যাশনকে বিস্ময়ের পর্যায়ে নিয়ে গিয়েছেন উর্বশী রাউতেলা। তার সিনেমা পর্দায় না থাকুক, ফ্যাশনের দৌলতে সবসময় খবরের শিরোনামে এই সুন্দরী। কান উৎসবে বেশ কয়েক বছর ধরেই আসছেন উর্বশী, সঙ্গে ছিল বিতর্কও। এর আগে ৭৬তম উৎসবে গলায় ‘টিকটিকি’ জড়িয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন। তবে ভিন্ন রকম সাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এলেও তা নিয়ে ভাবতে যেন বয়েই গেছে উর্বশীর।
২০১৫ সালের মিস ডিভা ইউনিভার্সজয়ী উর্বশী একই বছর মিস ইউনিভার্স আসরেও ভারতের প্রতিনিধিত্ব করেন। এছাড়া অভিনয়ের পাশাপাশি সুন্দরী প্রতিযোগিতায় রয়েছে তার অসংখ্য অর্জন।
উল্লেখ্য, গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।
১৯৪৬ সালে কান উৎসবের সূচনা হয়। উদ্দেশ্য ছিল চলচ্চিত্রের শিল্প ও বাণিজ্যিক দিককে উৎসাহিত করা এবং বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতির চলচ্চিত্রকে তুলে ধরা। কান উৎসবকে বিশ্ব চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মনে করা হয়, যেখানে নতুন প্রতিভা ও ব্যতিক্রমী কাজ বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। কান কর্তৃপক্ষ প্রতিবছর সাধারণত মে মাসের মাঝামাঝি সময়ে এই উৎসব আয়োজন করে। চলে প্রায় দুই সপ্তাহ ধরে। এ উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, প্রযোজক, পরিবেশক ও চলচ্চিত্র সমালোচকরা অংশগ্রহণ করেন। কান উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হল পাম ডি’অর। এটি সেরা চলচ্চিত্রকে দেওয়া হয়। এছাড়াও আরও বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
- বিষয় :
- কান চলচ্চিত্র উৎসব
- উর্বশী রাউতেলা