ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা অমি

বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা অমি

পুত্রের সঙ্গে অমি। ছবি: অমির সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫ | ১৪:৪৬ | আপডেট: ২০ মে ২০২৫ | ১৫:৩৫

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন। আজ রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। খবরটি এ নির্মাতা নিজেই জানিয়েছেন। গত ২২ এপ্রিল ছিল এই পরিচালকের বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান দেন তারা বাবা-মা হতে যাচ্ছেন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর জানিয়েছিলেন এ নির্মাতা।ওই সময় তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটালাম। আমাদের বেবি হবে। আসলে এখনও আমি জানি না যে, সন্তান ছেলে হবে নাকি মেয়ে। ইনফ্যাক্ট এটা জিজ্ঞেসও করিনি। তবে যেটাই হবে, আমি চাই আমার সন্তান যেন সুস্থ হয় এবং আমার স্ত্রীও সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই। 

সন্তানের নাম প্রকাশ না করে অমি বলেন, ‘পুত্রসন্তানের বাবা হয়েছি। সন্তান ও সন্তানের মা উভয়ই সুস্থ আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

প্রথম সন্তান হওয়ার অনুভূতি নিয়ে জানতে গিয়ে তিনি বলেন, ‘অনুভূতিটা একটু অন্যরকম। এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।’

প্রসঙ্গত, গেল ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে অমির ওয়েব ছবি ‘হাউ সুইট’। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল। ইতিমধ্যে এ নির্মাতা ঘোষণা দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট-৫’র। এ ধারাবাহিকটি নিয়ে এরইমধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরী হয়েছে।  

আরও পড়ুন

×