ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কান চলচ্চিত্র উৎসব

‘আলী’ যেন একখণ্ড বাংলাদেশ

‘আলী’ যেন একখণ্ড বাংলাদেশ

কান চলচ্চিত্র উৎসবে ‘আলী’ সিনেমার পরিচালক আদনান আল রাজীব সমকাল

 অনিন্দ্য মামুন, কান (ফ্রান্স) থেকে

প্রকাশ: ২৪ মে ২০২৫ | ০১:১৮ | আপডেট: ২৪ মে ২০২৫ | ১০:৩৫

কানের ঝকঝকে নীল আকাশ। একদিন আগেও এই আকাশ ছিল মেঘলা। অথচ শুক্রবারের আকাশ একেবারে নির্মল। আকাশের এই নীলাভ নীল যেন কান সাগরে আছড়ে পড়ছে। এই সাগরের তীর ঘেঁষেই পালে দ্য ফেস্টিভ্যাল ভবন। যে ভবনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। ভবনের পাশেই ক্লৌডে ডেবাসি থিয়েটার। ফরাসি বিখ্যাত সুরকারের নামেই এই থিয়েটার। উৎসবের এই সময়টায় এটি সিনেমাপ্রেমীদের আনাগোনায় মুখর থাকে। পুরো সিঁড়ি থাকে লালগালিচা বিছানো। যারা এই হলে প্রদর্শিত সিনেমা দেখতে আসেন, তারা এই লালগালিচায় হেঁটেই থিয়েটারে প্রবেশ করেন। এ সময় দর্শনার্থীরা একটু হলেও গালিচার ওপর থমকে দাঁড়ান। ছবি তোলেন। সেই ছবি ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ডেবাসি থিয়েটারই গতকাল স্থানীয় সময় বেলা ১১টায় হয়ে উঠল বাংলাদেশময়। এখানেই প্রদর্শিত হলো প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখার প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া সিনেমা ‘আলী’। প্রদর্শনী শেষে যখন মাইক্রোফোনে সিনেমাটির পরিচালক আদনান আল রাজীবের নাম ঘোষণা করে মঞ্চে ডাকা হলো, তখনই পুরো হল যেন উল্লাসে ফেটে পড়ে। আর এরই সঙ্গে ইতিহাসের পাতায় জ্বলজ্বলে অক্ষরে লেখা হয়ে গেল বাংলাদেশের নতুন এক অধ্যায়।

রাজীব গিয়ে দাঁড়ালেন উৎসব পরিচালক থিঁয়েরির পাশে। হাসিমুখে হাত মেলানোর পরই মাইক্রোফোন নিয়ে ছলছল চোখে সবার দিকে তাকালেন বাংলাদেশের এই পরিচালক। সবার অভিবাদন গ্রহণ করে নির্মাতা বলেন, এটা শুধু আমার একক যাত্রা নয়। এটা সবার গল্প– যারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, নিজের ভাষায় কথা বলতে শেখে। আমাদের আলী বাংলাদেশের, পুরো বিশ্বের। আপনাদের ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ।

এ সময় রাজীব আরও বলেন, আলী শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক অভিব্যক্তির এক চিত্রপট, যা আজ কান উৎসবে দর্শক-সমালোচকদের চোখে চমকজাগানো বাস্তবতার মুখ তুলে ধরেছে।
স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে এটি বাংলাদেশের প্রথম অংশগ্রহণ, যা ইতোমধ্যে জাতির জন্য এক ঐতিহাসিক গর্ব। ‘আলী’ পুরস্কার জিতবে কিনা, সেটা সময়ই বলে দেবে। তবে আজকের এই মুহূর্ত, কান উৎসবের বিশাল পর্দায় ভেসে ওঠা আলীর চোখ, তার কণ্ঠে উচ্চারিত গান এবং তার যন্ত্রণার ছায়া– এ সবই বলছে, বাংলাদেশের একখণ্ড চেতনা।
সিনেমাটিতে ‘আলী’ চরিত্রে অভিনয় করেছেন আল আমীন। গতকালের প্রদর্শনীতে হাজির ছিলেন তিনিও। তারও চোখেমুখে সাফল্যের আভা। দৃঢ়চিত্তে তিনি জানালেন, আমাদের সিনেমা সেরা হবে। কানে আমরা বাংলাদেশের বিজয়ের পতাকা ওড়াব।

এদিকে আজ পর্দা নামছে উৎসবের। বাংলাদেশের দর্শকরা হয়তো রাতের মধ্যেই জেনে যাবেন কান চলচ্চিত্র উৎসবে কার হাতে সেরার খেতাব জুটছে। 
কান উৎসবের অফিসিয়াল সাইটে ‘আলী’র গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। 

কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। সর্বশেষ ২০২১ সালে আঁ সার্তে রিগা বিভাগে সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হয়েছিল। গত ১৩ মে পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে বিশ্বের খ্যাতনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হেঁটেছেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। 

আরও পড়ুন

×