জমজ চরিত্রে তটিনী, আইটেম গানে নাচলেন টয়া

তটিনী ও টয়া। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১৪:৫৩ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১৫:১৩
তটিনী মানে নদী। নামের সঙ্গে দারুণ মিল অভিনেত্রীর। নদীর মতই অভিনয় নিয়ে বহমান তিনি। একেপর এক কাজ করছেন। বলতে গেলে এই সময়ের নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী তটিনী। প্রমাণ পাওয়া গেল এবারের ঈদের কাজেও। ‘মন বদল’ নামে ঈদের নতুন কাজের খবর এসেছে তার। যমজ বোন জারা ও সারার জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের এই বিশেষ নাটক। এতে দুই বোনের চরিত্রে একাই অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।
সিএমভি’র ব্যানারে বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। এতে যমজ বোনের বিপরীতে তরুণ চিকিৎসক আদিল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। যার সঙ্গে জারার বোন সারার বিয়ে চূড়ান্ত।
সদ্য শুটিং শেষ হওয়া ‘মন বদল’ সম্পর্কে নির্মাতার ভাষ্য এমন, ‘এটি পারিবারিক ক্লাইমেক্সের গল্প। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্পটা প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে যমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। থাকছে আইটেম গানের বিশেষ চমকও!’
নির্মাতা-প্রযোজক পক্ষ জানায়, এতে যমজ বোনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তটিনী। বিশেষ চমক হিসেবে থাকছেন মুমতাহিনা টয়া। যাকে পাওয়া যাবে আইটেম গানের সঙ্গে জমকালো নাচের আয়োজনে।
‘মন বদল’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরের মতো এবারের ঈদেও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে দেশের সেরা নির্মাতা ও অভিনেতাদের নিয়ে এক ডজন বিশেষ নাটক ও টেলিছবি। ‘মন বদল’ সেই তালিকারই অন্যতম সংযোজন। চাঁদরাত থেকে এই নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।