অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন

সাংকো পাঞ্জা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১৯:৪৮ | আপডেট: ২৯ মে ২০২৫ | ২০:৫৮
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ খল-অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন। বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাংকো পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসা নিচ্ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল), সেখানেই আজ দুপুরে মারা যান। হাসপাতাল থেকে তার মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুমাবাদ তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আগামীকাল শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।’
সনি আরও বলেন, ‘সাংকো পাঞ্জার জন্মসূত্রে গ্রামের বাড়ি ময়মনসিংহ। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।’
১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। এই অভিনেতা শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
- বিষয় :
- অভিনেতা
- বাংলা সিনেমা