ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কিরণ-রীনা এখনও আমার জীবনের বড় অংশ: আমির খান

কিরণ-রীনা এখনও আমার জীবনের বড় অংশ: আমির খান

আমির খান, রীনা দত্ত ও কিরণ রাও

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১৪:৩৭

নতুন প্রেম নিয়ে কয়েক মাসে বলিউড অভিনেতা আমির খান ও গৌরীকে নিয়ে কম আলোচনা হয়নি। অবশ্য প্রেমের আভাস দিয়ে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছেন আমির নিজেই। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। নতুন প্রেম নিয়ে আলোচনার মধ্যেই অতীতের বিবাহ সম্পর্ক নিয়ে কথা বললেন আমির। 

আমির খান জানান, তিনি একসময় ভেবেছিলেন নতুন সঙ্গী খুঁজে পাওয়া অনেক কঠিন হবে। তাই গৌরী সঙ্গে দেখা করার আগে তিনি থেরাপির মধ্য দিয়ে গিয়েছেন এবং নিজেকে সুস্থ করার জন্য কাজ করেন।

গৌরীর সাথে তার দেখা সম্পর্কে বলতে গিয়ে, আমির রাজ শামানির পডকাস্টে বলেন, ‘আমার মনে হচ্ছিল আমি বৃদ্ধ হয়ে গেছি এবং ভাবছিলাম জীবনের এই পর্যায়ে আমি কার সাথে দেখা করব। থেরাপির সময়, আমি বুঝতে পেরেছিলাম আমার প্রথমে নিজেকে ভালোবাসা এবং মানসিকভাবে সুস্থ থাকার ওপর মনোযোগ দেওয়া উচিত।’

গৌরীর সঙ্গে কীভাবে তার পরিচয় হয়েছিল, সে বিষয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, ‘গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল একদম ভুলবশত, কিন্তু আমাদের মধ্যে একটা সংযোগ তৈরি হয় এবং আমরা বন্ধুত্ব গড়ে তুলি, এরপর ভালোবাসা আসে।’

অতীতে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে তার গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক ছিল। এখনও তিনি উভয়ের সাথেই ঘনিষ্ঠ বন্ধন ভাগ করে নেন।

আমির খানের কথায়, ‘বিচ্ছেদ মানেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে এখন সম্পর্ক আছে। আমরা একে অপরকে সম্মান করি এবং একে অপরের জীবনের অংশ।’

আমিরের ভাষ্য, ‘কিরণ, রীনা এবং আমি এখনও পানি ফাউন্ডেশনের কাজ একসঙ্গে করি, আমরা প্রতিদিনই বসে কথা বলি। আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। আমরা একটি পরিবারের মতো এবং সবসময় তাইই থাকব। আমরা হয়তো স্বামী-স্ত্রী নই, কিন্তু আমরা সবসময়ই একটি পরিবার। ওরা সবসময়ই আমার জীবনের অবিচল অংশ হয়ে থাকবে।”

আরও পড়ুন

×