ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

করোনায় আক্রান্ত রঞ্জিত মল্লিক ও কোয়েলের পরিবার

করোনায় আক্রান্ত রঞ্জিত মল্লিক ও কোয়েলের পরিবার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৯:০৪ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ১০:৫০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকসহ তাদের পুরো পরিবার। শুক্রবার সন্ধ্যায় এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কোয়েল।

টুইট বার্তায় কোয়েল মাল্লিকের মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল সিং রানেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান।  

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুসপ্তাহ ধরেই তারা জ্বর-সর্দি কাশিতে ভুগছিলেন। পরে দেখা দেয় শ্বাসকষ্টের মতো উপসর্গও। এরপর কোয়েল ও তার মা-বাবার শরীর খানিকটা খারাপ হওয়ায় করোনার পরীক্ষা করা হয়। শুক্রবার সেই রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তারা হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আছেন কোয়েল। শারীরিক বড় কোনো অসুস্থতা বা সমস্যা নেই তাদের। কোয়েলের টুইটে রিটুইট করে সবার সুস্থতা কামনা করেছেন অভিনেতা জিৎ ও টালিউডের অনেকে।

ভক্তরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন

×