নাটকে নিরুর নতুন শুরু

ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৫ | ১৭:০৮
প্রবাসীদের জীবনের নানা দিক নিয়ে নির্মিত হয় নাটক। সে নাটক দেখে প্রবাসীদের জীবন সম্পর্কে কিছুটা হলেও উপলব্ধি আসে দেশে থাকা মানুষদের। এবার ঈদে প্রচারে এসেছে প্রবাসীদের নিয়ে আরও একটি নাটক। নাম ‘দুবাই প্রবাসি’। নাটকটিতে অীভণয় করছেন সেলিমের পরিচালনায় নাটকটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন নিরঞ্জন নীরু। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন
অদিতি রহমান জিদনি,ফারুক আহমেদ বাপ্পিসহ আরও অনেকে।
ঈদের দিন থেকে ডিজিম্যাক্স টিভি নামের চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি।
নাটকটি নিয়ে নিরঞ্জন নীরু বলেন, ‘নাটকটির গল্প দারুণ। প্রচারের পর নাটকটি দর্শক গ্রহণও করেছেন।’
নিরঞ্জন নীরুর অভিনয়ের শুরু টা হয় ২০০৮ সালে মঞ্চ নাটকের মাধ্যমে। পরে থিয়েটারের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করেন। ডজনখানেক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। তবে মাঝে অভিনয়ে বিরতি দেন। প্রায় তিন বছর পর বিরতির পর ফের কাজ শুরু করেছেন এই অভিনেতা।
- বিষয় :
- ঈদের নাটক