ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আরিফিন শুভর অভিনয়ের প্রশংসা করলেন বাঁধন

আরিফিন শুভর অভিনয়ের প্রশংসা করলেন বাঁধন

আজমেরি হক বাঁধন ও আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ১৭:৩৭ | আপডেট: ১৭ জুন ২০২৫ | ২১:৫৩

‘রেহনা মরিয়ম নূর’–খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন বরাবরই স্পষ্টভাষী। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে এসেছেন আলোচনায়। অতীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেখা গেলেও এবার তাঁর অবস্থান বদলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় হয়েছে সমালোচনা। তবে বাঁধন আছেন তার অবস্থানে অনড়।

গেল ঈদে মুক্তি পেয়েছে বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমা। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘উৎসব’, ‘ইনসাফ’ আর ‘নীলচক্র’ দেখেছি। ‘উৎসব’ ভীষণ ভালো লেগেছে। আর ‘নীলচক্র’-তে আরিফিন শুভ দারুণ অভিনয় করেছেন।

শুধু এটুকু নয়, বাঁধন প্রশংসা করেছেন শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’–এ শুভর অভিনয়ের। তার ভাষায়, 'বরাবরই শুভ দারুণ অভিনয় করে।'

তবে প্রশংসার পাশাপাশি সিনেমাটির বাজেট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বলেছেন, 'যদিও সিনেমাটির বাজেট নিয়ে বিতর্ক আছে। একশ কোটির সিনেমা বলা হলেও আদৌ সে বাজেটে নির্মাণ হয়নি বলেই মনে করি।'

সানি সানোয়ারের পরিচালনায় 'এশা মার্ডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা চেরি, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ। মুক্তির পর থেকে সিনেমাটির প্রচারে রয়েছেন বাঁধন।

আরও পড়ুন

×