ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দেবের লেখা কবিতা প্রকাশ করলেন রুক্মিণী

দেবের লেখা কবিতা প্রকাশ করলেন রুক্মিণী

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৬:০০ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ০৬:১১

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে এ সময়ের আলোচিত চিত্রনায়িকা রুক্মিণী মৈত্রের সম্পর্ক নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সংবাদমাধ্যমে এই দুই নায়ক-নায়িকার প্রেম নিয়ে নানা গল্প প্রকাশিত হয়েছে। আবার আলোচনায় এসেছেন এ জুটি।

সম্প্রতি দেবের লেখা কবিতা পড়ে  নিজের টুইটারে শেয়ার করেন চিত্রনায়িকা রুক্মিণী মৈত্র। কবিতাটি হলো—‘একটি গাছ ছিল, একটি উদ্ভিদ ছিল/গাছ উদ্ভিদকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো?/ উদ্ভিদ উত্তর দিলো, আমি ঠিক আছি তুমি কেমন আছো? কবিতাটি এখানেই শেষ হলো।’

এর জবাবে  রুক্মিণী  লেখেন, ‘কবিতার প্রতি আমার ভালবাসা নিয়ে দেবের সঙ্গে কথা হচ্ছিল ৷ ঠিক ওই সময় দেব একটা কবিতা পাঠালো, আর বলল, এটা তার লেখা...আমার কিছু বলার নেই, বিশ্ব জানুক কবি দেবকে!’

অবশ্য অনেকেই আবার এনিয়ে দেবকে নিয়ে ট্রল করতেও ছাড়েননি। এ বিষয়ে দেব অপর পোস্টে লিখেন—আরে আমার প্রিয় বন্ধুরা, যারা ভালোবাসার তারা ভালোবাসে। যারা ঘৃণা করার তারা ঘৃণা করে। যারা ট্রল করার তারা ট্রল করবেই। আমি তো শুধু তার (রুক্মিনি) মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি। সূত্র: নিউজ-১৮


আরও পড়ুন

×