ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অপু বিশ্বাসের নায়ক ডিএ তায়েব

অপু বিশ্বাসের নায়ক ডিএ তায়েব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০ | ০৬:৩৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ | ০৭:০৫

এবার চিত্রনায়ক ডিএ তায়েবের নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস। ছবির নাম ‌‘দেহ ঘড়ি'। অপুর সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ডিএ তায়েব। 

ডিএ তায়েব এর আগে পরীমনিকে নিয়ে ‘সোনাবন্ধু’, মাহিয়া মাহিকে নিয়ে ‘অন্ধকার জগৎ’ এবং সর্বশেষ ববিকে নিয়ে ‘আমার মা’ ছবিতে অভিনয় করেন। এবার তার নায়িকা অপু বিশ্বাস। 

বিষয়টি নিয়ে ডিএ তায়েব বলেন, 'সাইনিং না হলেও অপু ছবিটি করবেন বলে মৌখিকভাবে নিশ্চিত করেছেন। আগামী মাসে শুটিংয়ে যেতে চাই। পরিচালক কে হবেন তাও শিগগিরই চূড়ান্ত করব।'

সামাজিক গল্প নিয়েই নির্মিত হবে 'দেহ ঘড়ি'।  যৌনপল্লীর বাসিন্দারা মারা গেলে তাদের জানাজা পড়ানো হয় না। দাফন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ওই এলাকায় যারা যাতায়াত করেন তাদের জীবন বা জানাজা নিয়ে সমস্যা হয় না। বিষয়গুলো নিয়েই ছবির গল্প। 

ডিএ তায়েব জানান, এতে যৌনপল্লীর সর্দারের চরিত্রে দেখা যাবে আনোয়ারাকে আর অপু বিশ্বাসকে দেখা যাবে যৌনকর্মীর চরিত্রে। মৃত্যুর পর তার মরদেহ দাফন নিয়ে নানা জটিলতার চিত্র তুলে ধরা হবে ‘দেহ ঘড়ি’ ছবিতে। 

তবে এ বিষয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলতে চাইলে ফোন ধরেননি তিনি।

আরও পড়ুন

×