ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্বজনপ্রীতি নিয়ে যা বললেন সালমান

স্বজনপ্রীতি নিয়ে যা বললেন সালমান

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০ | ০৫:২০ | আপডেট: ০১ নভেম্বর ২০২০ | ০৫:৩১

সুশান্তের মৃত্যুর পর বলিউডে যেন স্বজনপ্রীতি মাথাচাড়া দিয়ে জেড়ে উঠেছিল।অবশেষে স্বজনপ্রীতি নিয়ে বোমা ফাটালেন বলিউডের ভাইজান সালমান খান। 

সম্প্রতি ‘বিগ বস ১৪’–এর একটি প্রোমো ভাইরাল হয়েছে। নিজের শো ‘বিগ বস’-এর মঞ্চেই স্বজনপ্রীতি নিয়ে মুখ খুলে হইচই ফেলে দিয়েছেন তিনি।

এতে সঙ্গীতশিল্পী কুমার শানুর ছেলে জান কুমার শানুকে ‘নেপোটিজম কিংবা স্বজনপ্রীতি প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত শিল্পী রাহুল বৈদ্য।

শনিবার সেই জেরেই উইকেন্ড এপিসোডে ‘নেপোটিজম’ নিয়ে মন্তব্য করেন ভাইজান। রাহুলকে একহাত নিয়ে প্রশ্ন তুলেন, তার সঙ্গীত শিক্ষার জন্য অর্থ দিয়েছিল কে? সেই সঙ্গে জানতে চান, তার সঙ্গীত ক্যারিয়ারের জন্য বাবা কুমার শানু কতজনের নিকট সুপারিশ করেছেন?

জান কুমার শানু উত্তরে জানান, আজ পর্যন্ত কারও নিকট সুপারিশ করেননি তার বাবা। এরপর সালমান বলেন, অভিভাবকদের উত্তরাধিকার পেতেই পারেন সন্তানরা, কিন্তু তারপর প্রতিভাই আসল বিচারক।

সালমান খান প্রতি সপ্তাহেই রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের ক্লাস নেন। এদিন সালমান রাহুল ছাড়াও জাসমিন ভাসিন ও রুবিনা ডিলায়েকের সমালোচনা করেন।

সম্প্রতি কুমার শানুর ছেলে জান কুমার শানু মারাঠি ভাষা নিয়ে অযাচিত মন্তব্য করেন। সেই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি কুমার শানুর ক্ষমাও চাইতে হয়। প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন জানও।

আরও পড়ুন

×