ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাউল গানের অনুষ্ঠানের অনুমতির দাবিতে মানববন্ধন

বাউল গানের অনুষ্ঠানের অনুমতির দাবিতে মানববন্ধন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ০১:২৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ | ০২:৪৮

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে বাউল গানের আসর। এবার স্বাস্থ্যবিধি মেনে বাউল গানের অনুমতির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন বাউল শিল্পীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রখ্যাত বাউল শিল্পী জালাল সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হেলাল সরকার, তাপসী, সালাম সরকার, আরিফ সরকার, সাঈদ সরকার বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ‘ দীর্ঘদিন ধরেই করোনাভাইরাসের কারণে বাউল গানের অনুষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে বাউল শিল্পী, তাদের সহযোগী ও পরিবারের সদস্যরা চরম কষ্টে দিনযাপন করছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যবিধি মেনে বাউল গান পরিচালনার দাবি জানাচ্ছি। 

আরও পড়ুন

×