পরিবারসহ করোনায় আক্রান্ত নায়করাজের দুই পূত্র

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ০৩:১৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ | ০৩:২২
করোনারভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আশঙ্কার মধ্যেই একে একে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর আসছে শোবিজ অঙ্গনের তারকাদের। মঙ্গলবার খবর এলো নায়করাজ রাজ্জাকের দুই পূত্র বাপ্পারাজ ও সম্রাট পরিবারসহ করোনায় আক্রান্ত।
সমকালকে নায়করাজপূত্র সম্রাট নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুরে সমকালের সঙ্গে আলাপে সম্রাট বলেন, আমরা পরিবারসহ করোনায় আক্রান্ত হলেও আল্লাহর রহমতে আমাদের মা সুস্থ আছেন।করোনার কিছু লক্ষণ দেখার পর টেস্ট করাতে দিলে গত ১৯ নভেম্বর স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে আমরা সবাই ভালো আছি। সবার দোয়া চাই।’
সম্রাট জানান, চিকিৎসকের পরামর্শে আপাতত বাসাতেই সবাই আইসোলেশনে রয়েছেন। তাদের মাকে আপাতত ক্যান্টনমেন্টে তার বোনের বাসায় রাখা হয়েছে।