ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মালাবদলে কেনো জুড়ে দেয়া হলো অমিতাভের ভিডিও?

মালাবদলে কেনো জুড়ে দেয়া হলো অমিতাভের ভিডিও?

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৮ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ | ০৭:০২

বছরের একেবারে শেষের মাসের প্রথম দিনে শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন উদিত নারায়ণপুত্র আদিত্য নারায়ণ। ১০ বছর সম্পর্কের পর অবশেষে বান্ধবীর গলায় পরালেন মালা। মহ ধুমধামে নয় করোনার কারণে একেবারে সাদামাঠাভাবে সম্পন্ন হয় আয়োজন। 

মঙ্গলবার মুম্বাইয়ের একটি ইস্কন মন্দিরে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে হয় তাদের বিয়ের আয়োজন। 

আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়ালের বিয়ের পর সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। আদিত্য এবং শ্বেতার মালাবদলের সময়ের একটি ভিডিও উদিতপুত্র নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। যে ভিডিও অমিতাভ বচ্চনের একটি ক্লিপিংসও জুড়ে দেয়া হয়েছে। 

আদিত্য এবং শ্বেতার মালাবদলের পর 'আমাদের ছেলে ওই উচুঁতে পৌঁছে গিয়েছে' বলে বিগ বিগ-র একটি ছবির ক্লিপিংস করে শেয়ার করা হয়েছে। 

এদিকে করোনা সাদামাটা বিয়ের আয়োজনে বলিউডের মাত্র ৫০ জনকে রিসিপশনে আমন্ত্রণ জানান উদিত নারায়ণ। বি টাউনের তারকাদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয় আদিত্যর রিসেপশনে।

আরও পড়ুন

×