ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুন্দরবনে বিবাহবার্ষিকী উদযাপন সৃজিত-মিথিলার, সঙ্গী আইরাও

সুন্দরবনে বিবাহবার্ষিকী উদযাপন সৃজিত-মিথিলার, সঙ্গী আইরাও

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ০১:৫৪ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ | ০২:৪২

গত বছরের ৬ ডিসেম্বর টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপর চোখের পলকেই যেন পার হয়ে গেলো একটি বছর, ফিরে এল ৬ ডিসেম্বর। আর বিশেষ এই দিনটি উদযাপন করতে সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন তারা। তাদের সঙ্গে ছিল ছোট্ট আইরাও।

নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, ‘বনের দিনরাত্রি। ’ 

এর কয়েকদিন আগে আইরা আর মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলেন সৃজিত মুখার্জি। সেসব ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সৃজিত-মিথিলা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মিথিলা লিখেছিলেন, 'হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি।' 

ছবি শেয়ার করে অনুভূতির কথা লিখেছিলেন সৃজিতও। তিনি লেখেন, ছোটবেলায় বাবার সঙ্গে তিনি যখন চিড়িয়াখানায় যেতেন, তখন তাঁর বাবাও এবিষয়টা নিয়ে সমান উৎসাহী থাকতেন। ছোটবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে তাঁর বাবা পশু-পাখিদের সম্পর্কে নানান গল্প শোনাতেন বলে লিখেছেন সৃজিত। পরিচালকের কথায়, কোনও কিছুই বদলায় না, সবকিছু ফিরে আসে অন্য কোনও উপায়ে।

আরও পড়ুন

×