দিল্লিতে কৃষক বিক্ষোভ : অভিনেতা দিলজিতের ১ কোটি রুপি অনুদান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ০৪:৩৪ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ | ০৬:৫১
নতুন কৃষি আইন প্রত্যাহারের বিরুদ্ধে ভারত জুড়ে চরম উত্তেজনা বিরজাজ করছে। কৃষকদের সমর্থনে শনিবার দিল্লি সীমান্তে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
শুধু তাই নয়, শীতের দিনে যাতে অসুবিধায় না পড়তে হয় এ লক্ষে তিনি গরম জামা কেনার জন্য প্রতিবাদী কৃষকদের হাতে তুলে দিলেন ১ কোটি রুপি।
দিল্লি-হরিয়ানা-সিঙ্ঘু সীমান্তে চলা কৃষি আন্দোলনের আজ ১১ দিন। বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে করা পঞ্চম বৈঠকে এখনও পর্যন্ত সুফল মেলেনি।
প্রতিবাদী কৃষকদের হয়ে দিলজিৎ বলেন, ‘আমাদের কৃষক ভাইদের দাবি শোনার জন্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। আমি মিডিয়াকেও অনুরোধ করব যে, ভিডিও দেখানো হোক শান্তিপূর্ণভাবে এই আন্দোলন জারি রয়েছে। সারা দেশবাসী আমাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি, সরকারের সমর্থনও আমাদের প্রয়োজন।’
কৃষক নেতাদের উদ্দেশে এ অভিনেতা বলেন, ‘এই আন্দোলন ভারতে ইতিহাস রচনা করল। যা আগামী প্রজন্মকেও প্রভাবিত করবে। যতক্ষণ সরকার আমাদের দাবি না মেনে নিচ্ছেন, তত ক্ষণ এই আন্দোলন কোনও ভাবেই বন্ধ হবে না।’
সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কৃষি আন্দোলন নিয়ে একটি টুইটের কটূক্তি করেছিলেন দিলজিৎ। অভিনেত্রীর পাল্টা জবাবে অস্বস্তির মুখে পড়তে হয়েছিল তাকে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু দিলজিৎ-র এই পদক্ষেপের জন্য অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়া তার এই উদ্যোগে পাশে দাঁড়িছেনে অনেক পাঞ্জাবি অভিনেতা-শিল্পীরা। সূত্র: নিউজ-১৮
- বিষয় :
- দিলজিৎ দোসাঞ্জ
- কৃষক বিক্ষোভ
- দিল্লি