ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বীরাঙ্গনা হয়ে উঠতে পারছিলেন না অভিনেত্রী

বীরাঙ্গনা হয়ে উঠতে পারছিলেন না অভিনেত্রী

'মুক্তি' নাটকের দৃশ্যে নিশাত প্রিয়ম ও শতাব্দী ওয়াদুদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০১:১৭

অন্ধকার ঘরে একা একা বসে থাকে মেঘনা। লোহার শিক দেয়া জানালার বাইরে চাঁদের আলো। কড়িডোরে বুটের শব্দ। বুটের শব্দটা এসে থেমে যায় দরজায়। তারপর ক্যাচক্যাচ করে দরজাটা কেউ খোলে। হ্যাজাক লাইটের আলো এসে পড়ে মেঘনার ভীত সন্ত্রস্ত চেহারায়। এই স্বপ্ন দেখে মেঘনার ঘুম ভাঙে। একটা সিনেমায় শ্যুটিং চলছে এখানে। মেঘনা এই শুটিংয়ের অভিনেত্রী।

শ্যুটিং লোকেশনের পাশে একটা বাড়িতে মেঘনার থাকার ব্যবস্থা। ছবিতে মেঘনা একজন বীরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছে। তাকে নিয়েই গল্প। অথচ চরিত্রের অনুভুতিটা ধরতে পারছে না সে। পরিচালক বার বার বলছিলো, অপমানিত চেহারায় অসহায় এক ধরনের ক্রোধ চাই মেঘনা। মেঘনা সেটা পারছিলো না। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছ নাটক 'মুক্তি'।

মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শফিউল আলম বাবু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নিশাত প্রিয়ম, সিফাত, সাইফ মাহমুদ, ইশরাক আফ্রিদ অন্তিক ও শফিউল আলম বাবু।   

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। 

আরও পড়ুন

×