ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‌'টিনএজার কিংবা বৃদ্ধার চরিত্রে অভিনয় করা সম্ভব নয়'

‌'টিনএজার কিংবা বৃদ্ধার চরিত্রে অভিনয় করা সম্ভব নয়'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ০১:১৫

সুমনা সোমা। অভিনেত্রী। চ্যানেল আইয়ে আজ প্রচার হবে তার অভিনীত টেলিছবি 'সূর্যসকাল'। নাটক, টেলিছবির পাশাপাশি তিনি এখন ব্যস্ত আছেন মঞ্চ ও চলচ্চিত্রের কাজ নিয়ে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

অভিনয় অভিজ্ঞতায় কখনও মনে হয়েছে, 'সূর্যসকাল' টেলিছবির গল্প এ সময়ের দর্শকের মনে কতটা ছাপ ফেলবে?

রেজানুর রহমানের গল্প পড়েই মনে হয়েছে, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন এবং যারা এ প্রজন্মের দর্শক, তাদের সবার মনেই এই গল্প ছাপ ফেলবে। মুক্তিযুদ্ধের সূত্র ধরে পদ্মা সেতুকেও এতে তুলে ধরা হয়েছে। এর গল্পে দেখা যাবে, স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে কয়েকজন মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্র হন। সিদ্ধান্ত হয়, পরদিন সকালে সেতুর উদ্দেশে যাত্রা শুরু করবেন তারা। কিন্তু আগের রাতে একাত্তরের এক স্পর্শকাতর বিষয় নিয়ে বিব্রত পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। এরপর তারা জেগে ওঠেন মুক্তিযুদ্ধের চেতনায়।

'সূর্যসকাল' টেলিছবিতে আপনাকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে?

এই টেলিছবিতে রানু নামের একজন মুক্তিযোদ্ধার সন্তানের চরিত্রে অভিনয় করেছি। যে হৃদয়ে ইতিহাস ঘেঁটে একাত্তরের সূর্যসন্তানদের জন্য কিছু করতে চায়। একই সঙ্গে রাজাকার, আলবদরের মতো ঘাতকদের নির্মূল করা নিয়ে আওয়াজ তোলে।

আগের তুলনায় আপনাকে এখন অভিনয়ে কম দেখা যায়, এর কারণ কী?

এখন টিনএজার কিংবা বৃদ্ধার চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। বয়স অনুযায়ী মানানসই চরিত্রও খুব একটা পাইনি। এ জন্যই আগের তুলনায় অভিনয়ে কম দেখছেন। তবে কাজের সংখ্যা কম হলেও অভিনয় থেকে সরে দাঁড়ায়নি।

নাটক, টেলিছবির পাশাপাশি সিনেমাতেও আবার দেখা যাবে কি?

সিনেমাতেও নিয়মিত কাজ করার চেষ্টা করে যাচ্ছি। 'আমরা একটা সিনেমা বানাবো'র পর আশরাফ শিশিরের '৫৭০' নামের একটি সিনেমায় অভিনয় করেছি। এটি বঙ্গবন্ধুর মৃত্যুর পরবর্তী সময়ে বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে। এর পাশাপাশি আবু হিরণের 'আদম' নামের একটি সিনেমায় বীরাঙ্গনার চরিত্রে আমাকে দেখা যাবে। এর গল্প ও চরিত্র আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। বলতে পারেন, বীরাঙ্গনা চরিত্রের জন্যই সিনেমায় অভিনয় করা।

শুনলাম আবার মঞ্চেও কাজ শুরু করেছেন?

হ্যাঁ, এথিক নাট্য সংঘের 'আয়নাঘর' নাটকে অভিনয় করছি। এর মধ্যে একটি শো হয়ে গেছে। শিগগির আরও কিছু শো হবে।

আপনার নাটকের দল আরণ্যক থেকে কি সরে এসেছেন?

দল যেমন ছাড়িনি, তেমনি আরণ্যকের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখতে পারিনি। তবে সময়-সুযোগ পেলে এখনও কাজ করার ইচ্ছা আছে।

আরও পড়ুন

×