বদিকে হারিয়ে বিষণ্ণ সুবর্ণা মুস্তাফা, বললেন অজানা গল্প

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০১:৩০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ০১:৫৩
হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকের চরিত্র বাকের ভাই, মুনা, বদি, মজনু। নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হয় নাটকটি। মুনা চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। নাটকটিতে বাকের ভাইয়ের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন বদি, যে চরিত্রে দুর্দান্ত অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন আবদুল কাদের। বদির প্রয়াণে বিষণ্ণ মুনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো দিনের স্মৃতিচারণ করেছেন।
ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, "১৯৮৬, ফরিদি এবং আমি ভারতে যাচ্ছিলাম। ফ্লাইট ছিল পরের দিন। আমাদের দরজায় কেউ একজন কড়া নাড়লেন, ইনস্ট্যান্ট ক্যামেরা হাতে কাদের ভাই দাঁড়িয়ে। তিনি সেটি আমাদের দিলেন, 'ইন্ডিয়া যাবা, সুন্দর সুন্দর যায়গা দেখবা আর ছবি তুলবা'... এমনই ছিলেন কাদের ভাই। আমাদের তখন কোনো ক্যামেরা ছিল না... সেটা কাদের ভাই কীভাবে জানলেন সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই এখন পর্যন্ত…এটি আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি। শান্তিতে থাকুন কাদের ভাই। আমরা আপনাকে ভালোবাসি।"
ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।