রাহিতুলের 'ভালোবাসির' প্রশংসায় কলকাতার নায়িকা

‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজের নায়িকা শ্রুতি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১ | ০৪:১৪ | আপডেট: ০১ জানুয়ারি ২০২১ | ০৪:১৯
পকেট বুক ‘ভালোবাসি’র প্রশংসা করলেন ‘তানসেনের তানপুরার’ শ্রুতি তথ্য-প্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের নতুন পকেট বুক ‘ভালোবাসি’ নিয়ে স্যোস্যাল মিডিয়ায় একটি রিভিউ ভিডিও প্রকাশ করেছেন কলকাতার অভিনেত্রী রুপসা চট্টোপাধ্যায়।
শুক্রবার ইংরেজি নতুন বছরের প্রথম দিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে রূপসা ‘ভালোবাসি’ বইয়ের ওই রিভিউ ভিডিওটি পোস্ট করেন।
ভিডিওতে ‘ভালোবাসি’ গল্পের প্লট ও বক্তব্য নিয়ে রুপসা নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। পাশাপাশি গল্পটি তার ভালো লেগেছে বলেও জানিয়েছেন কলকাতার জনপ্রিয় তরুণ এই অভিনেত্রী। একইসঙ্গে কলকাতার পাঠকদেরও তিনি বইটি সংগ্রহ করতে উৎসাহ দিয়েছেন।
'ভালোবাসি’ তরুণ লেখক রাহিতুল ইসলামের নবম বই। বাংলাদেশ থেকে বইটি প্রকাশ করেছে প্রীতম প্রকাশ। এর প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বাংলাদেশে ‘ভালোবাসি’ বইয়ের পরিবেশক প্রথমা, বাতিঘর, স্বপ্ন ’৭১ প্রকাশন, রকমারি ডটকম ও কলকাতায় উদার আকাশ।
রূপসা কলকাতায় ‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘শ্রুতি’ হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়। এর বাইরে তাঁর প্রশংশিত ফিকশনগুলোর মধ্যে বেশি আলোচিত ‘সত্যমেব জয়তী’, ‘লোফার’, ‘রাঁধা’, ‘সহস্র এক আরব্য রজনী’, ‘ভানুমতীর খেল’, ‘লোফার বাংলা’ ও 'হে ভগবান'।
স্যোসাল মিডিয়ায় রুপসার রিভিউ ভিডিও পোস্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জীকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাই। ‘ভালোবাসি’ বইটি পড়ে উনি ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন। কলকাতার অভিনেত্রীর থেকে পাওয়া এই প্রতিক্রিয়া খুবই অনুপ্রেরণার।’
বাংলাদেশে বইটির মূল্য রাখা হয়েছে ৫০ টাকা, আর কলকাতায় ৪৫ রুপি। অনলাইন প্লাটফর্ম অ্যামাজন, বই বাজার ও রকমারি ডটকম থেকেও পাঠকেরা বইটি সংগ্রহ করতে পারবেন।