ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নতুন বছর যেভাবে বরণ করলেন সৃজিত-মিথিলা

নতুন বছর যেভাবে বরণ করলেন সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৪:৫৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৫:৪৪

নতুন বছরের শুরুতে গভীর রাতে স্বামী ও কন্যাকে নিয়ে পার্ক স্ট্রিটের আলো ঝলমলে রাস্তায় হেঁটেছেন মিথিলা। পাঁচ তারা হোটেল নয়, রাস্তার ধারের দোকানে খেয়েছেন রাতের খাবার। ইংরেজি নতুন বছরকে তারকাসুলভ উদযাপনের পরিবর্তে যেন সাদামাটাভাবে নিজের মতো করে বরণ করে নিলেন তিনি। 

ইনস্টাগ্রামে নিজেদের সেই আউটিংয়ের ছবি পোস্ট করেছেন মিথিলা। সেখানে কলকাতার উৎসবের আমেজ থেকে পছন্দের রোল তৈরির মুহূর্ত, বাদ থাকেনি কিছুই।

নতুন বছরটা ভালোবাসার মানুষদের উষ্ণতায় কাটিয়ে দিতে চান মিথিলা। তাই শুরুটাও করলেন তাদের সঙ্গে। অভিনেত্রী আরো একটি কোলাজ পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, খোলা চুলে, চোখে চশমা আর ধূসর হুডি পরে সৃজিতের সঙ্গে ‘পাউট’ করে ছবি তুলছেন তিনি।

অন্যটিতে দেখা যাচ্ছে, ছোট্ট আয়রা সৃজিতের পেটে বসে ধ্যানে মগ্ন। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘হ্যাপি ১-১-২০২১ ফ্রম রশিদ-মুখার্জি-খান ক্রেজি ট্রায়ো’ অর্থাৎ পুরো পরিবারের তরফ থেকে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মিথিলার। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

আরও পড়ুন

×