'হায়দারের' জন্য গাইলেন সালমা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১ | ০৩:৩৪ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ | ০৪:১৭
'হায়দার' নামে একটি সিনেমায় প্লেব্যাক করলেন কণ্ঠশিল্পী সালমা। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। গানটি লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ। সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ।
গানটির রেকর্ডিং শেষে সালমা বলেন, ‘ধীরে ধীরে করোনার ভয় কাটিয়ে পৃথিবী স্বাভাবিক হয়ে উঠছে, এটাই আনন্দের। সেই আনন্দে নতুন মাত্রা দিলো ‘হায়দার’ সিনেমার এই গান। এর মধ্য দিয়ে অনেকদিন পর প্লেব্যাক করলাম। দারুণ হয়েছে গানটি।’
তরুণ নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করছেন ‘হায়দার’। তিনি বলেন, ‘সমসাময়িক ঘটনা নিয়ে ছবিটির কাহিনি আবর্তিত। যত্ন নিয়ে ছবিটি তৈরি করছি। সামাজিক বার্তা ও বিনোদন- সবই থাকবে দর্শকের জন্য। টানা ১৪ দিন কাজ করে শুটিং শেষ হয়েছে। প্রত্যাশা করছি দ্রুতই সিনেমাটি মুক্তি দিতে পারব।'
তিনি জানান, ‘হায়দার’ মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে।
‘হায়দার’ পরিচালনার পাশাপাশি এর কাহিনিও লিখেছেন রুবেল আনুশ। প্রধান চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, আশীষ খন্দকার, রোকেয়া জাহান চমক, মামুন, সেতু, ইকবাল প্রমুখ।
- বিষয় :
- সালমা
- হায়দার সিনেমা