ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'মন খারাপ মেয়ে- ক্যারিয়ারের একটি ভিন্নধর্মী গান'

'মন খারাপ মেয়ে- ক্যারিয়ারের একটি ভিন্নধর্মী গান'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১ | ০১:১০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ | ০৫:১৪

মিজান। তারকা কণ্ঠশিল্পী ও সুরকার। আজ ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাচ্ছে তার নতুন একক গান 'মান খারাপ মেয়ে'। এই গান, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

কথা, সুর ও সংগীতায়োজনে আপনার নতুন গান 'মন খারাপ মেয়ে' কতটা সময়োপযোগী?

শুধু সময়োপযোগী নয়, আমি বলব, 'মন খারাপ মেয়ে' ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি গান। কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি এই গানে খুব সহজ কথায় দারুণভাবে আবেগের প্রকাশ ঘটিয়েছেন। গীতিকথার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রিন্স রুবেল তার সুরে এবং তরিক সংগীতায়োজনে ভিন্নতার ছাপ রেখেছেন। যে জন্য আগের অন্যান্য গান থেকে 'মন খারাপ মেয়ে' হয়ে উঠেছে একেবারে আলাদা।

রকস্টার হিসেবে আপনার পরিচিতি গড়ে উঠলেও নানা ধরনের গান করতে দেখা যায়। এর কারণ কী?

'মুসাফির' অ্যালবামের মধ্য দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল, যেখানে রক গান প্রাধান্য পেয়েছে। এর পর আমি যে ব্যান্ডগুলোয় কাজ করেছি, তার সদস্যরাও রক গানের দিকে বেশি মনোযোগী ছিলেন। হয়তো সে কারণেই সবাই আমাকে রকস্টার বলে থাকেন। যদিও এই পরিচয় নিয়ে খুব একটা ভাবি না। কারণ আমি গানের মানুষ; সব ধরনের গানই গাইতে চাই। মাঝে ফোক ফিউশন থেকে শুরু করে মেলোডিপ্রধান অনেক আধুনিক গানও গেয়েছি। কারণ ভার্সেটাইল শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরতে চাই।

গত দুই দশকে একের পর এক ব্যান্ডে যোগ দেওয়া, ছেড়ে দেওয়ার বিষয়টি ছিল চোখে পড়ার মতো। কোনো ব্যান্ডে স্থায়ীভাবে থাকছেন না কেন?

নানা কারণেই ব্যান্ড ছেড়ে নতুন দল গড়েছি। ওয়ারফেজ ব্যান্ডের সঙ্গে আমি প্রায় ১৬ বছর যুক্ত ছিলাম। এ ব্যান্ডের সঙ্গে আমার সফর আরও দীর্ঘ হতে পারত যদি পেশাদার শিল্পী হিসেবে এর সদস্যরা আমার কিছু বিষয় মেনে নিতেন। তা হয়নি বলেই ওয়ারফেজ ছেড়েছি। তারপরও এ ব্যান্ডের সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এখনও আছে। আর মাঝে মুসাফির বা অন্য যেসব ব্যান্ড গড়েছিলাম সেগুলো নিজেই ঠিক পরিচালনা করতে পারিনি বলে ভেঙে গেছে। এলআরবি নিয়ে যা হয়েছে, তা সবাই জানেন। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।

আপনার সর্বশেষ ব্যান্ড মহাকাব্য ভেঙে যাওয়ার কারণ কী?

মহাকাব্য কিন্তু ভাঙেনি; এখন 'মিজান অ্যান্ড ফ্রেন্ডস' নামে যে ব্যান্ডের সঙ্গে পারফর্ম করতে দেখেন, সেটিই মহাকাব্য। আমরা যে ধরনের গান করি তার সঙ্গে 'মহাকাব্য' নামটি মানানসই মনে হচ্ছিল না। এ কারণেই নাম পরিবর্তন করে 'মিজান অ্যান্ড ফ্রেন্ডস' রেখেছি।

ব্যান্ডের নতুন আয়োজন নিয়ে কিছু ভাবছেন?

বেশ কিছু নতুন গানের কাজ করছি আমরা। গানগুলোর কাজ শেষ হলে এ বছরের বিভিন্ন সময় তা প্রকাশ করব।

আগের মতো স্টেজ শো হচ্ছে না। পেশাদার শিল্পী, মিউজিশিয়ানদের এই সময়টা কেমন কাটছে?

আমরা যারা স্টেজ-নির্ভর শিল্পী বা মিউজিশিয়ান, তাদের জন্য এটা কঠিন এক সময়। তাই সুসময়ের অপেক্ষায় লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুন

×