ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুস্তাফিজ শফির কথায় মিজানের 'মন খারাপ মেয়ে'

মুস্তাফিজ শফির কথায় মিজানের 'মন খারাপ মেয়ে'

কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি এবং কণ্ঠশিল্পী মিজান-ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৩:০৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ০৩:২০

প্রকাশিত হলো কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফির লেখা ও মিজানের গাওয়া নতুন গান 'মন খারাপ মেয়ে'। গত ২০ জানুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে গানটি সংগীতপ্রেমিদের জন্য অনলাইনে উন্মুক্ত করা হয়। 

'জানালায় ঝিরি-ঝিরি-ঝিরি বৃষ্টিতে / তুমি হাত বাড়িয়েছো/ মন খারাপ মেয়ে/ দেখো একবার, দেখো চেয়ে/ বৃষ্টি কেমন বিষন্ন এখন, তোমার বেদনা ছুঁয়ে.... এমনই কথায় সাজানো গানের গল্প। প্রিন্স রুবেলের সুরে গানের সংগীতায়োজন করেছেন তরিক। 

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন আদর আহমেদ ও রিভা শাবনাজ। এটি প্রকাশ করা হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

কণ্ঠশিল্পী মিজান বলেন, 'দুই দশকের শিল্পী জীবনে নানা ধরনের গান করেছি। গায়কীতে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধারার জন্য যে ধরনের গান করতে চেয়েছি, 'মন খারাপ মেয়ে' তেমনই একটি গান। স্বীকার করতে দ্বিধা নেই, এটি আমার ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি আয়োজন। কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি এই গানে খুব সহজ কথায় দারুণভাবে আবেগের প্রকাশ ঘটিয়েছেন। গীতিকথার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রিন্স রুবেল তার সুরে এবং তরিক সংগীতায়োজনে ভিন্নতার ছাপ রেখেছেন। যে জন্য আমার আগের অন্যান্য গান থেকে 'মন খারাপ মেয়ে' হয়ে উঠেছে একেবারে আলাদা।'

গানের প্রকাশক ধ্রুব মিউজিকের কর্ণধার ধ্রুব গুহ বলেন, 'মন খারাপ মেয়ে' এমন একটি গান যার কাব্যকথায় নান্দনিকভাবে আবেগী এক গল্প উঠে এসেছে। মিজান রকস্টার হিসেবে পরিচিত হলেও সব ধরনের গানে তিনি যে সমান পারদর্শী, এই গানে তার প্রমাণ পাবেন শ্রোতারা। কথা, সুর, সংগীত, গায়কী- সব মিলিয়ে 'মন খারাপ মেয়ে' একটি সময়োপযোগী আয়োজন, যা অনেকের মনে ছাপ ফেলবে বলে আমাদের বিশ্বাস।'

আরও পড়ুন

×