ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাবা-মার সঙ্গে প্রেমিকাকে পরিচয় করিয়ে দিলেন সিদ্ধার্থ

বাবা-মার সঙ্গে প্রেমিকাকে পরিচয় করিয়ে দিলেন সিদ্ধার্থ

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৫:১৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ০৬:২৮

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জন বলিউডে বেশ কিছুদিন ধরেই চলছে। সম্প্রতি এ অভিনেতার জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে রোববার লাঞ্চ ডেটে সিদ্ধার্থের সঙ্গে দেখা যায় কিয়ারাকে।

একইসঙ্গে এদিন সিদ্ধার্থ মালহোত্রা তার বাবা-মায়ের সঙ্গে কিয়ারাকে পরিচয় করিয়ে দেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। 

এদিন বেইজ রঙা ক্রপ টপ ও ফ্লেয়ারড প্যান্টে দেখা যায় কিয়ারাকে, সঙ্গে ডেনিম জ্যাকেট। চুলটা টেনে বেঁধে রেখেছেন নায়িকা। করোনা আবহে মুখে মাস্ক পরতেও ভোলেননি।

অন্যদিকে সিদ্ধার্থেরও দেখা মিলল মুম্বাইয়ের ওই নামী রেঁস্তোরার সামনে। সাদা টি শার্ট ও বেইজ ট্রাউসারে হাজির ছিলেন তিনি। কিয়ারার সঙ্গে মিল রেখে ডেনিম জ্যাকেট পরেছিলেন তিনিও। 

এ দেখে অনেকের মন্তব্য- তবে কি খুব শিগগির বরুণ-নাতাশার মতো এই জুটিও বিয়েটা সারবেন! 

এ ছাড়াও নতুন বছর উদযাপন করতে মালদ্বীপে উড়ে যান সিদ্ধার্থ-কিয়ারা। আগামীতে ‘শেরশাহ’ ছবিতে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে এ জুটিকে। আর্মি ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। সূত্র: পিঙ্কভিলা 

আরও পড়ুন

×