ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'কসাই' বানাচ্ছেন মামুন, মুখ্য চরিত্রেও মামুন

'কসাই' বানাচ্ছেন মামুন, মুখ্য চরিত্রেও মামুন

পরিচালক অনন্য মামুন ও অভিনেতা রাশেদ মামুন অপু

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৬:৫০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ | ০৭:৫৩

'নবাব এলএলবি' সিনেমার পর নতুন ওয়েব ফিল্ম বানাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। নাম 'কসাই'। নতুন এই সিনেমায় মূখ্য চরিত্রেও অভিনয় করছেন মামুন নামের আরেক অভিনেতা, যার অভিনয় এখন 'টক অব দ্যা টাউন'। পুরো নাম রাশেদ মামুন অপু, যিনি অনন্য মামুনের 'নবাব এল এলবি' সিনেমাতেও অভিনয় করেছেন। 

সম্প্রতি সিনেমাটিকে মু্ক্তি পাওয়া 'জানোয়ার' ওয়েব ফিল্মের জন্য প্রশংসায় ভাসছেন অপু। প্রশংসায় ভাসছেন একই প্লাটফর্মে মু্ক্তি পাওয়া 'ট্রল'-এ অভিনয় করেও। এই প্রশংসার মধ্যেই 'কসাই'তে চুক্তিবদ্ধ হলেন তিনি। আর এই ছবির মাধ্যমে প্রথমবারের মত কোন ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রাশেদ মামুন অপু।  

অপু বলেন, ''দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ। 'জানোয়ার'-এর জন্য কি পরিমাণ প্রশংসা পাচ্ছি তা বলার মতো নয়। দর্শকদের এমন ভালোবাসা আমাকে কাজের গতিপথ বলে দিচ্ছে। 'কসাই' ছবিতে মুখ্য চরিত্রে আমি।'' 

তিনি আরও বলেন, 'ছবিটিতে নেতিবাচক সাইকো কিলারের চরিত্র আমার। তবে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে, কসাইয়ের প্রধান চরিত্রে আমি থাকলেও এখানে আসল ব্যাপারটি হচ্ছে গল্প। গা শিউরে উঠার মতো গল্প এটি।'  

পরিচালক মামুন জানিয়েছেন, ফরিদপুরে আগামী ২ ফেব্রুয়ারি কসাইয়ের শুটিং শুরু হবে। চলবে টানা ১৭ দিন। সেলিব্রেটি প্রোডাকশন ব্যানারে নির্মিত ছবিটি মুক্তি পাবে আই থিয়েটারে, যে ওটিটি প্লাটফর্মটি শাকিব খান অভিনীত 'নবাব এলএলবি' ছবি দিয়ে যাত্রা করে। 

আরও পড়ুন

×