ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'আমি পরিচালক নির্ভর অভিনেত্রী'

'আমি পরিচালক নির্ভর অভিনেত্রী'

নাবিলা ইসলাম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০১:২৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ | ০১:৩১

নাবিলা ইসলাম। মডেল ও অভিনেত্রী। মাছরাঙা টিভিতে আজ প্রচার হবে তার অভিনীত নাটক 'বাকের খনি'। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

'বাকের খনি' নাটকের গল্প ও চরিত্র নিয়ে দর্শকের কী প্রতিক্রিয়া তা জানার সুযোগ হয়েছে কখনও?

অনলাইনের এই যুগে যে কাজই করি না কেন, দর্শক প্রতিক্রিয়া সহজেই জানা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি, অনেকের কাছে 'বাকের খনি' নাটকটি ভালো লাগছে। মজার গল্প ও চরিত্রের জন্য অনেকে নাটকটি নিয়মিত দেখেন বলে জানিয়েছেন।

অনেকে যখন একক নাটক ও টেলিছবিতে কাজ করতে বেশি আগ্রহী, তখন আপনি একের পর এক ধারাবাহিক নাটকে কাজ করে যাচ্ছেন... এর কারণ।

গল্প ও চরিত্র ভালো লাগলে তা একক নাটক নাকি ধারাবাহিক- এটা নিয়ে খুব একটা ভাবি না। এর মধ্যে ধারাবাহিক নাটকের প্রস্তাব পেয়েছি, গল্প ও চরিত্র ভালো লেগেছে তাই কাজ করে যাচ্ছি।

অভিনয় বিষয়ে গল্প ও চরিত্রকে প্রাধান্য দেওয়ার কারণ কী?

যে কাজের পেছনে আমাদের এত পরিশ্রম, তা যদি মানুষের মনে দাগ না কাটে, তাহলে সেটা করার কোনো মানে হয় না। এই ভাবনা থেকেই আমি চেষ্টা করি সেই কাজটি করতে, যা দর্শকের কিছুটা হলেও ভালো লাগবে। তার চেয়ে বেশি গুরুত্ব দিই যে চরিত্রে কখনও কাজ করা হয়নি, তেমন কিছু চরিত্র নির্বাচন করতে। এভাবে অভিনীত চরিত্র নিয়ে সমাজের মানুষকে চিনছি। যাদের যাপিত জীবন সম্পর্কে তেমন ধারণা নেই, সেই শ্রেণি ও পেশাজীবী মানুষকে অভিনয়ের মধ্য দিয়ে জানার চেষ্টা করে যাই।

যে চরিত্রগুলো সম্পর্কে ধারণা নেই, তাদের পর্দায় তুলে ধারার বিষয়ে কীভাবে প্রস্তুতি নেন?

যাদের কাছ থেকে দেখার সুযোগ হয়নি, তেমন কোনো চরিত্র পেলে নাটক, সিনেমা দেখে, বই পড়ে তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। এরপর পরিচালক যেভাবে চান, তার নির্দেশনা মেনে কাজ করি। সে জন্যই শুরু থেকে এখনও আমি পরিচালকনির্ভর অভিনেত্রী। তবে পরিচালক যদি স্বাধীনতা দেন, তাহলে কিছুটা নিজের মতো করে অভিনয় করে যাওয়ার চেষ্টা করি।

অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও কাজ করে যাচ্ছেন। এই দুটি কাজের মধ্যে কোনটি বেশি গুরুত্ব দিয়ে থাকেন?

মডেলিংয়ে এক ধরনের আনন্দ আছে। তারপরও নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছি। কারণ অভিনয়ের বাইরে অন্য কিছু করার কথা এখন ভাবতেই পারি না। তাই সব মাধ্যমেই অভিনয়ের স্বপ্ন দেখি।

আরও পড়ুন

×