ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইন্দিরা গান্ধী হবেন কঙ্গনা রানাউত

ইন্দিরা গান্ধী হবেন কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৬:০১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ | ০৬:১৬

জয়ললিতার পর এবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে বলিউড 'কুইন' কঙ্গনা রানাউতকে।

অভিনেত্রী জয়ললিতা থেকে রাজনীতির আঙিনায় পা রাখা নেত্রী, ‘থালাইভি’ ছবিতে কঙ্গনা ফুটিয়ে তুলবেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের নানা অজানা কথা। সে ছবি এখন মুক্তির অপেক্ষায়। 

এর মধ্যেই এল কঙ্গনার ভক্তদের সুখবর। আবার পলিটিক্যাল ড্রামায় অভিনয় করবেন কঙ্গনা। এবার তাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। যদিও ছবির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে কঙ্গনার পাশাপাশি বলিউডের আরও অনেক প্রখ্যাত তারকারা রয়েছেন ছবিতে। খবর টাইমস অব ইন্ডিয়ার

এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, 'হ্যাঁ, আমরা নতুন চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তবে এটি ইন্দিরা গান্ধীর আত্মজীবনী নয়। বরং এখানে সেই সময়ের দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটই তুলে ধরা হবে। যাতে দর্শকরা গোটা পরিস্থিতির বিষয়ে ধারণা হতে পারে। ছবিতে রয়েছেন একাধিক নামজাদা অভিনেতা। দেশের অন্যতম আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।

করোনাকালে কঙ্গনাকে সেভাবে পর্দায় ধরা না দিলেও প্রায় প্রতিদিনই থাকেন খবরের শিরোনামে। অবশ্য বিতর্কিত ইস্যু নিয়েই আলোচনায় থাকেন তিনি। কখনও শিবসেনার সঙ্গে তরজা তো কখনও বলিউডে নেপোটিজমের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন তিনি। আবার সম্প্রতি কৃষি আইন নিয়ে সরকারের সমর্থনে সুর চড়িয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে কঙ্গনাকে।

আরও পড়ুন

×