করোনার ভ্যাকসিন নিয়ে রাম চরণের স্ত্রী বললেন 'জয় হিন্দ'

ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন উপাসনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ২৩:৫০
করোনাভাইরাস রুখতে ভ্যাকসিন নিয়েছেন ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ভ্যাকসিন নেওয়ার সেই ছবি শেয়ার করেছেন তিনি।
২০২০ সালে যে আতঙ্ক-ভয়ের মধ্যে দিয়ে সবাইকে দিন কাটাতে হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর সেই সবকিছুর অবসান হবে বলে মনে করেন উপাসনা। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে সারা দেশের মানুষ যাতে সুস্থ থাকেন, 'জয় হিন্দ' বলে সেই প্রার্থনাও করেন উপাসনা।
তিনি জানান, ভ্যাকসিন নেওয়ার পর তিনি নিজেকে নিরাপদ মনে করছেন।
উপাসনা বলেন, আমাদের সরকার খুব ভাল কাজ করছে। ভ্যাকসিন নেওয়ার পর আশ্বস্ত মনে হচ্ছে। ফলে কেউ যেন ভ্যাকসিন নিতে দেরি না করেন।'
- বিষয় :
- করোনার ভ্যাকসিন
- রাম চরণ
- উপাসনা
- রাম চরণের স্ত্রী