ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রণবীর চান না, তবু নিজেই বাজার করেন দীপিকা

রণবীর চান না, তবু নিজেই বাজার করেন দীপিকা

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১ | ০৫:০৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ | ০৫:২১

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। স্ত্রী নিজের কাজ নিজে করুক তা চান না রণবীর। দীপিকার সব কাজ করার জন্য নিযুক্ত করেছেন কর্মচারী। এরপরও দীপিকা নিজের কাজ নিজে করতে স্বাছন্দ্য করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা তাদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন। এখানেই উঠে আসে এই মন্তব্য।

শুক্রবার তারই প্রমাণ মিলল মুম্বাইয়ের এক বাজারে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কালো রঙের হুডির নীচে ডেনিম। মুখে কালো মাস্ক ও চোখে রোদচশমা। ঘরের বাজার সারতে সকাল সকাল পৌঁছে যা মুম্বাইয়ের ‘ফুডহল স্যান্টাক্রুজ’-এ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে দু’টি ব্যাগ নিয়ে শপিং মলের দরজা দিয়ে বেরিয়ে আসছেন দীপিকা। সঙ্গে তার সহকারী। দীপিকাকে দেখে  ‘ফুডহল স্যান্টাক্রুজ’-এর বাইরে ভিড় জমে যায় ভক্তদের। দীপিকা গাড়িতে উঠে যাওয়া পর্যন্ত পাপারাজ্জিদের ক্যামেরা তাক করা ছিল তারই দিকে।

এতেই বোঝা যায়, সংসারের ছোটখাটো কাজ দীপিকা যে নিজেই সারেন। তা তিনি যত বড়ই তারকা হোন না কেন। তা তিনি যত জন কর্মচারীকেই নিযুক্ত করুন না কেন। সংসারটা যে কেবল দীপিকা ও রণবীরের!

২০১৮ সালের ১৪ নভেম্বর উত্তর ইতালির লেক কোমোয় ‘ডেস্টিনেশন ওয়েডিং’ হয় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। সিন্ধি ও কোংকানি প্রথা মেনে সাত পাকে বাঁধা পড়েন তারা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন

×