ঢাকার ছবিতে অভিনয় করতে আসছেন তামিল এই ভিলেন!

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৫৪ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:২৬
ভারতের তামিল ও তেলেগু চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে আসছেন। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে কবির দুহান সিং লিখেন, 'নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি আমার গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছি।'
তবে কবির সিং বাংলাদেশের ঠিক কোন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। চলচ্চিত্রের নামও জানাননি তিনি।
তবে বাংলাদেশের ছবিতে কবির সিংয়ের অভিনয়ের খবরে দেশে তামিল ও তেলেগু সিনেমাপ্রেমিরা বেশ আমোদিত। টুইটারে কমেন্টে বাংলাদেশি ভক্তরা শুভ কামনায় সিক্ত করছেন কবির দুহান সিংকে।
তামিল-তেলেগু ছবিতে খল অভিনেতা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে এখন কবির সিং। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি উচ্ছাস। তবে এই অভিনেতার বড় পর্দায় অভিষেক হয়েছে খুব বেশি দিন হয়নি। ২০১৫ সালে তেলেগু ভাষার চলচ্চিত্র ‘জিল’ দিয়ে বড় পর্দায় আসেন তিনি। এরপর কিক-২, ভেদালাম, ডিক্টেটর, সরদার গাব্বার সিংসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে নিজেকে মেলে ধরেন।
তেলেগু ও তামিল ভাষার চলচ্চিত্রের বাইরে কন্নড় ভাষার চলচ্চিত্রেও কাজ করেন কবির দুহান সিং।