দ্বিতীয় সন্তানের অপেক্ষায় হ্যারি ও মেগান

ছবি: ভ্যানিটি ফেয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৫৪ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:০৬
বিট্রিশ রাজ পরিবারে আসছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এর আগে আর্চি নামে একটি ছেলে সন্তান আছে তাদের।
রাজ পরিবারে নতুন অতিথি আসার বিষয়টি নিশ্চিত করেছে পরিবারেরই এক মুখপাত্র। রোববার এক বিবৃতি দিয়ে তিনি নিশ্চিত করেই বলেছেন হ্যারি-মেগানের সংসারে নতুন অতিথি আসার বিষয়টি, 'আমরা নিশ্চিত করেই বলছি যে, ছোট্ট আর্চি এবার সঙ্গী পেতে চলেছে। দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন হ্যারি ও মেগান। সকলকে আমরা খবরটা দিতে পেরে উচ্ছ্বসিত।'
প্রিন্স হ্যারি ২০১৮ সালের মে মাসে মার্কিন অভিনেত্রী মেগানকে বিয়ে করেন। বছর খানেক পরই হ্যারি-মেগানের সংসারে আসে ছেলে আর্চি। এরপরই এই দম্পতি নেন জীবনের কঠিন সিদ্ধান্ত। জানিয়ে দেন তারা রাজ পরিবার ত্যাগ করতে চলেছেন।
এরপর সত্যিই তারা রাজ পরিবার ত্যাগ করে 'সাধারণ' জীবন বেছে নিতে পাড়ি জমান কানাডায়। সেখানেই অবস্থান করলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। রাজকীয় উপাধি, সুযোগ-সুবিধা ত্যাগ করে কানাডার ভিক্টোরিয়ার অভিজাত এলাকায় নতুন আবাস গড়েছেন তারা। তার আশপাশে অবশ্য অভিজাত বিট্রিশরাই থাকেন।