তাহসান বললেন, আমি এখনও তোমাকে বিশ্বাস করি

গায়ক ও অভিনেতা তাহসান খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২১ | ০১:৩৪ | আপডেট: ১০ মার্চ ২০২১ | ০৫:১৫
গায়ক ও অভিনেতা তাহসান খান নিজের ফেসবুক পেজে ইংরেজি হরফে মাত্র ৫ শব্দের একটি স্ট্যাটাস দিয়েছেন। ততেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতুহল। ইংরেজিতে তাহসান লিখেছেন ‘স্টিল আই বিলিভ ইন ইউ’।
তাহসানের পাঁচ শব্দের এই স্ট্যাটাসে তোলপাড় ফেসবুক।
মঙ্গলবার রাতে এক লাইনের স্ট্যাটাস দেওয়ার পর শুরু হয় জল্পনা। স্ট্যাটাসটিতে একদিনের মাথায় ১ লাখ ৩৫ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। আর কমেন্ট হয়েছে ২১ হাজারেরও বেশি।
ভক্তদের মনে নানা প্রশ্নের ঢেউ আছড়ে পড়ছে, কার উদ্দেশ্যে তাহসান এ বার্তা দিলেন? এখনও কাকে বিশ্বাস করেন তিনি? কমেন্টে অনেকেই সরাসরি তাহসানের সাবেক স্ত্রী অভিনেত্রী মিথিলার নাম নিয়েছেন।
অবশ্য এসব বাস্তবতা এড়িয়ে অনেকে ভাবছেন, এটা নিছক তাহসানের নতুন গানের কথা। কেউ কেউ আবার বিষয়টিকে বিজ্ঞাপন প্রচারণী বার্তা ভাবছেন। তারা মনে করছেন,দেশের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে এই স্ট্যাটাস দিয়েছেন তাহসান। তবে এখনও অমীমাংসিত রহস্য এটি।
বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু একটা তো আছে। এখনই তা জানানো যাচ্ছে না। রহস্যের জট খুলবো শিগগিরই।
- বিষয় :
- তাহসান খান
- স্ট্যাটাস
- অভিনেতা