লকডাউনে সেন্সর বোর্ডে সিনেমা দেখা বন্ধ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১ | ১২:৪১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২১ | ১২:৪৩
দ্বিতীয় ঢেউয়ে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতি এক সপ্তাহের জন্য লকডাউন জারি করেছে সরকার। এই লকডাউনে সেন্সর বোর্ড সেন্সর ছাড়পত্র দেওয়ার জন্য কোন ছবি না দেখার সিদ্ধান্ত নিয়েছে। তাই নতুন করে কোন ছবি জমা নিচ্ছে না সেন্সর বোর্ড।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বোর্ডের এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
বিষয়টি জানিয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দীন জানান, বোর্ডে সকলের সম্মিলিত মতামতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত মেনেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। লকডাউনের এ সময় জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া অনিরাপদ। তাই সচেতনভাবেই বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
আবার কবে সিনেমা দেখা শুরু হবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করে বলেও জানান সেন্সরবোর্ড ভা।ইস চেয়ারম্যান।
জানা গেছে, ছবি না দেখার সিদ্ধান্তের বাস্তবায়ন গত ৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
- বিষয় :
- সেন্সর বোর্ড
- বন্ধ
- লকডাউন