ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সঞ্জয়কে সমকামী ভাবতেন মা নার্গিস!

সঞ্জয়কে সমকামী ভাবতেন মা নার্গিস!

সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২১ | ০৭:৩৫ | আপডেট: ০২ জুন ২০২১ | ০৭:৫৫

বলিউডে সঞ্জয় দত্ত এক স্বতন্ত্র তারকা। বছরের পর বছর সেই ঔজ্জ্বল্য ধরেও রেখেছেন তিনি। দক্ষ অভিনেতার পৌরুষ আবেদনে ঘায়েল হয়েছেন অসংখ্য নারী ভক্ত। ষাট পেরিয়ে এসেও তাই আজও অটুট 'সঞ্জু ম্যাজিক'।

‘সাঞ্জু’ সিনেমার সূত্রে জানা যায় ৩৫০জন প্রেমিকা ছিল সঞ্জয় দত্তের। কিন্তু তবুও অভিনেতার মা নার্গিস দত্ত একসময় ভেবেছিলেন তার ছেলে সমকামী। এই তথ্য অভিনেতার আত্মজীবনীতে জানিয়েছিলেন তার ছোট বোন প্রিয়া দত্ত।

সঞ্জয় দত্ত এক সময় নেশাগ্রস্ত হয়ে পড়েন। তখন বাসায় কোনও ছেলে বন্ধু এলেই ঘরের দরজা বন্ধ করে দিতেন অভিনেতা। সেটি নার্গিস দত্ত বুঝতে পারতেন না। এরপরেই চিন্তিত হয়ে পড়েন। অল্প বয়সেই ছেলে যে তীব্র মাদকাসক্ত হয়ে পড়েছে তা জানতেন না তিনি।

সঞ্জয় দত্তের প্রথম সিনেমা ‘রকি’ মুক্তি পাওয়ার কিছুদিন আগেই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান নার্গিস। অভিনেতা যে মায়ের ভীষণ ঘনিষ্ঠ ছিলেন তা সবারই জানা। 

মঙ্গলবার (১ জুন) ছিল তার জন্মদিন। এদিন মায়ের সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করেন সঞ্জয়।

সাদা-কালো ছবিতে দেখা যাচ্ছে সঞ্জয়সহ তিন ভাই বোন বসে রয়েছেন মা নার্গিসের সঙ্গে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘তোমার মতো কেউ হয় না মা। শুভ জন্মদিন।’ সূত্র: হিন্দুস্তান টাইমস


আরও পড়ুন

×