কাকে প্রতারক বললেন শ্রাবন্তীর স্বামী রোশন?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ২৩:০২ | আপডেট: ০২ জুলাই ২০২১ | ২৩:৫৩
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী ও রোশন সিং এর বিচ্ছেদ এখন শুধুই সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে, এরই মধ্যে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে শ্রাবন্তীর। খবর সত্যি হলে এটা নিয়ে চতুর্থবারের মতো পিঁড়িতে বসবেন শ্রাবন্তী। রোশনের ভাষায়, বার বার একই ভুল করছেন শ্রাবন্তী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যেন এমনটা বার্তা দিলেন তিনি। জানা গেছে, কাজের সূত্রে শুক্রবার দিল্লি গিছেন অভিনেত্রী। আর এদিনই তার স্বামী রোশন হঠাৎই একটি পোস্ট দেন সামাজিক মাধ্যমে। তাতে লেখা ছিল, প্রতারণা করা সহজ, চেষ্টা কর বিশ্বস্ত হতে।
তার এই পোস্ট দেখে নেটিজেনরা ধরেই নিয়েছেন, শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই পোস্টটি লিখেছেন তিনি।
২০১৯ সালের শুরু থেকে রোশন-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। একই বছরের এপ্রিলে এই জুটি বিয়ে সারেন।২০২০ সালের নভেম্বর মাস থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করেন। শ্রাবন্তী ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান। রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে এটি ছিল তার তৃতীয় বিয়ে।
জানা গেছে, রোশনের সঙ্গে বনাবনি না হওয়ায় বিচ্ছেদের মামলা করেছেন শ্রাবন্তী। তবে হঠাৎই আদালতে রোশন সিং পুনরায় শ্রাবন্তীর সঙ্গে থাকতে চাওয়ার আবেদন জানিয়েছেন। জুলাই মাসে তাদের বিবাহ বিচ্ছেদের মামলার পরবর্তী শুনানির কথা রয়েছে।
এদিকে, শ্রাবন্তী ব্যক্তিগত টানাপোড়ন ছাপিয়ে আবারও অভিনয়ের দিকে মনোযোগ দিয়েছেন। খুব শীঘ্রই দেবের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করতে চলেছেন তিনি।