ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঈদে বের হননি মাহি, রেধেছেন পছন্দের খাবার

ঈদে বের হননি মাহি, রেধেছেন পছন্দের খাবার

চিত্রনায়িকা মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২১ | ০৪:৫২ | আপডেট: ২২ জুলাই ২০২১ | ০৫:৫১

ব্যক্তিগত জীবনে বেশ আমুদে চিত্রনায়িকা মাহিয়া মাহি। সুযোগ পেলেই আড্ডা দেন বন্ধুদের সঙ্গে। আর উৎসব হলে তো কথাই নেই! দলবল নিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে।  বন্ধুদের নিয়ে ঘোরাঘুরির সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন। কিন্তু এবার দেখা গেলো ব্যতিক্রম।

করোনাকালের ঈদে মাহি জানালেন, বাসাতেই আছেন তিনি। ঈদের আগের রাতে কিছু সময়ের জন্য বের হলেও ঈদের দিন বের হননি। পশু কোরবানি  তদারকিতে দিন পার করেছেন। পাশাপাশি নিজের পছন্দের খাবার রান্না করেছেন। 

মাহি বলেন, 'করোনার কারণে বের হওয়া হচ্ছে না। তাই বাসায় কোরবানি তদারকি করেছি। আর পছন্দের খাবার রান্না করেছি। তবে আজ বন্ধুদের বাসায় বেড়াতে যেতে পারি।' 

মাহি আরও বলেন,'ঈদে খুব একটা খারাপ সময় কাটেনি। রান্না করে সময় ভালোই কেটেছে।' 

এর আগে ঈদে গ্রামের বাড়ি গিয়েছিলেন মাহি। কিন্তু এবার ঢাকাতেই রয়েছেন। 

এদিকে মাহিয়া মাহির বিচ্ছেদের পর আবারও বিয়ের গুঞ্জন উঠেছে। বিষয়টি নাকচ করে দিয়ে মাহি বলেছেন, 'পুরোটাই গুজব।'   

আরও পড়ুন

×