ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিনয় শখ থেকে নেশায় পরিণত হয়েছে: মারিয়া নূর

অভিনয় শখ থেকে নেশায় পরিণত হয়েছে: মারিয়া নূর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২১ | ০০:৫০ | আপডেট: ৩১ জুলাই ২০২১ | ০০:৫৮

মারিয়া নূর।উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ওয়েব সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

ওয়েব ছবিতে প্রথম অভিনয় করলেন। কেমন ছিল 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'-এ কাজের অভিজ্ঞতা?

'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' আমার প্রথম ওয়েব ছবি হলেও কাজের ভালো-মন্দ নিয়ে বিন্দুমাত্র ভাবতে হয়নি। এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেই শুটিংয়ের পুরো জার্নিটা ছিল আনন্দের। তিনি সব সময় উৎসাহ জোগান, কাজের পরিবেশ আনন্দময় করে তোলোর চেষ্টা করেন। এর আগে তার বানানো বিজ্ঞাপনে মডেল হয়েছি। তখনই দেখেছি, তিনি কীভাবে সহকর্মীদের উজ্জীবিত করে রাখেন। এই ওয়েব সিরিজের কাজেও এর ব্যতিক্রম হয়নি।

'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' সিরিজের লরা চরিত্রে অভিনয় কি আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল?

অভিনয় আমার কাছে সব সময়ই চ্যালেঞ্জিং। যে কাজ নিয়মিত করি না, সেখানে ভালো কিছু করতে চাওয়া সহজ নয়। চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা নিয়ে সংশয় থাকেই। কিন্তু নির্মাতা যখন সাহস জোগান, চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ তৈরি করে দেন, তখন যে কোনো চরিত্রেই চ্যালেঞ্জ নেওয়া যায়। লড়া চরিত্রে অভিনয় করতে গিয়ে পরিচালকের কাছ থেকে আমি সেই সাহস এবং সব রকম সুযোগ পেয়েছি। তা ছাড়া এই চরিত্রের সঙ্গে নিজেরও অনেক বিষয়ের মিল আছে, তাই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভয় পাইনি।

লরা চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা পাওয়ার বিষয়টি কীভাবে দেখছেন?

দর্শক প্রশংসা যতটা আনন্দ দেয়, ততটাই প্রেরণা জোগায় নতুন কাজের। আমিও তাই অভিনয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছি।

এখন কি তাহলে নিয়মিত অভিনয়ে দেখা যাবে?

ইচ্ছা আছে। সেজন্য অভিনয় স্কুলিং করছি। সরাসরি থিয়েটারে গিয়ে নয়, নাটক-সিনেমা দেখে, অভিনয়ের বিষয়ে বিভিন্ন বই পড়ে, বিভিন্ন চরিত্র উপস্থাপন নিয়ে বিভিন্ন শিল্পীর দৃষ্টিভঙ্গি- এসব জানার চেষ্টা করছি। অভিনয় শখ থেকে নেশায় পরিণত হয়েছে বলেই এসব করছি।

ঈদ আয়োজনে এবার উপস্থাপক মারিয়া নূরের দেখা মেলেনি, এর কারণ কী?

ঈদ আয়োজনের সঙ্গে থাকতে কার না ইচ্ছা হয়। আমারও ইচ্ছা ছিল, কিন্তু পছন্দসই কোনো অনুষ্ঠান পাইনি, যেটা উপস্থাপনা করা যায়। তারকা আসবে, তাদের সঙ্গে উপস্থাপক গল্প করবে- অনুষ্ঠানের এই ধারা আর কত দিন চলবে? এ ধরনের আর করতে চাই না। অনুষ্ঠান পরিকল্পনায় যদি বৈচিত্র্য না থাকে, তাহলে সেখানে কাজ করারও ইচ্ছা নেই। তাই এই ঈদের কোনো অনুষ্ঠান উপস্থাপনা করিনি বলে আফসোসও নেই। তবে উপস্থাপনা না করলেও রাবেয়া খাতুনের কাহিনি নিয়ে নির্মিত 'লা পেরুজের সূর্য' নামের নাটকে অভিনয় করেছি। শুনেছি, নাটকটি অনেকের ভালো লেগেছে।

নতুন কোনো আয়োজন নিয়ে এখন কিছু ভাবছেন?

স্রোতে আর গা ভাসাতে চাই না। উপস্থাপনা, অভিনয়, মডেলিং- যেটাই হোক, সেখানে ভিন্নতা থাকতে হবে। কাজের বিষয়ে এখন এটাই ভাবনা।

আরও পড়ুন

×