ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চতুর্থ সপ্তাহে ১৮ হলে ‘ন ডরাই’

চতুর্থ সপ্তাহে ১৮ হলে ‘ন ডরাই’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৬

চতুর্থ সপ্তাহে এসে ‘ন ডরাই’ ছবিটি যেসব হলে চলবে তারেতালিকা প্রকাশ করছে ছবিটির প্রযোজনা সংস্থা স্টার সিনেপ্লেক্স। সে তালিকানুযায়ী চতুর্থ সপ্তাহে ছবিটি মোট ১৮টি হলে প্রদর্শিত হবে বলে জানান স্টারসিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ও মিডিয়া মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, চতুর্থ সপ্তাহে এসে ১৮ হলে প্রদর্শণের বিষয়টি চূড়ান্ত।

এর আগে গত ২৯ নভেম্বর ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলাদেশের প্রথশ সার্ফিং নিয়ে ছবি ন ডরাই। প্রথম সপ্তাহে হল-সংখ্যা কম হলেও পরের সপ্তাহে ন্যূনতম ৫০টি হলে দেওয়ার কথা জানান সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে তেমন কথার সঙ্গে কাজের মিল পাওয়া যায়নি। চতুর্থ সপ্তাহে এসে ১৮টি হলের তালিকা প্রকাশ করলো প্রযোজনা সংস্থা স্টার সিনেপ্লেক্স। 

তানিম রহমান অংশু পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল ও শরিফুল রাজ।

ছবিটি মুক্তির পর জল ঘোলা কম হয়নি। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান ‘ন ডরাই’ সিনেমার সেন্সর সার্টিফিকেট বাতিলের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করেন। পরে ‘ন ডরাই’ সিনেমার সেন্সর সার্টিফিকেট বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দেন হাইকোর্ট। একই সঙ্গে ‘ন ডরাই-অ্যাডভেঞ্চার অব আয়েশা’ নামের কমিক বুক ও অ্যানিমেটেড ভিডিও বাজার থেকে প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে এই রুলে।

ছবিটি নিয়ে আজ আদালতের আদেশের পর আইনজীবী জুলহাস উদ্দীন আহমাদ বলেন, ‘ন ডরাই সিনেমার মূল চরিত্রের নাম আয়েশা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)–এর সহধর্মিণীর নাম আয়েশা (রা.)। সিনেমায় এই নাম ব্যবহারের মধ্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে এই সিনেমা দেখা যাবে না বলে গণমাধ্যমে খবর এসেছে। এই যুক্তিতে রিটটি করা হয়েছে।’

কিন্তু সব ঝামেলা ছাপিয়ে ছবিটি চতুর্থ সপ্তাহে ১৮টি হলে চলবে বলে জানালেন প্রযোজনা সংস্থা। 



আরও পড়ুন

×