আতঙ্কে দেশ ছাড়লেন জনপ্রিয় আফগান পপ তারকা আরিয়ানা

আরিয়ানা সাইদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৫:৩৪ | আপডেট: ২১ আগস্ট ২০২১ | ০৫:৪৭
আফগানিস্তান এখন তালেবানদের দখলে। তাদের ভয়ে দেশ ছাড়ছেন বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। বিশেষ করে নারীদের মধ্যে এই আতঙ্ক আরও বেশি দেখা দিয়েছে।
ক্ষমতা দখলের পর শরিয়া আইন মেনে মেয়েদের স্বাধীনতা দেওয়ার কথা জানালেও অনেকেই তালেবানদের ওপর ভরসা রাখতে পারছেন না। এ কারণে অন্য অনেকের মতোই দেশ ছেড়েছেন আফগানিস্তানের জনপ্রিয় পপ তারকা আরিয়ানা সাইদ। যুক্তরাষ্ট্রের কার্গো জেটে করে দোহা পৌঁছে গিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, আমি ভালো আছি এবং বেঁচে আছি। দু’টি নির্ঘুম রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। আপাতত অপেক্ষা পরের ফ্লাইটে ইস্তানবুলের বাড়িতে ফিরে যাওয়ার ।
বাড়ি পৌঁছে গত কয়েক দিনের ধাক্কা সামলানোর পরে ফের সকলের জন্য নতুন নতুন পোস্ট উপহার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন আরিয়ানা ওই পোস্টে।
৩৬ বছর বয়সী আফগানিস্তানের এই পপ তারকা তালেবানদের বিরুদ্ধে বরাবরাই সোচ্চার ছিলেন। পাকিস্তান যাতে তালেবানদের সমর্থন না দেয় এজন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘকেও আহবান জানিয়েছিলেন। সূত্র: ইন্ডিয়া টিভি
- বিষয় :
- পপ তারকা
- আফগান পপ তারকা
- তালেবান
- আফগানিস্তান