দুর্ঘটনার কবলে পরিবার, অভিনয় বিরতি নাদিয়ার

নাদিয়া নদী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ০৪:০৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ০৪:২৬
অভিনেত্রী সালহা খানম নাদিয়ার পরিবার একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছে। ফলে কাজ থেকে সাময়িক বিরতিতে গিয়েছেন তিনি।
ফেসবুকে অভিনেত্রী নিজেই বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে নির্মাতাদের দেওয়া শিডিউল বাতিল করে ক্ষমাও চেয়ে নেন তিনি।
নাদিয়া ফেসবুকে লেখেন, 'আমার পরিবারের সঙ্গে একটি মারাত্মক দুর্ঘটনা হওয়ার কারণে আমি আগামী ১৫ দিন বা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমার সকল শিডিউল বাতিল করছি। আমার সময়সূচি বাতিল করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে, আমাকে একটু সময় দিন। আমি শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব। আমার পরিবারের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খাইরান।'
তবে কী ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে নাদিয়ার পরিবার, সে বিষয়ে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তিনি। তার পোস্টের কমেন্ট বক্সে অনেক সহকর্মী তাকে সাহস যুগিয়েছেন।