সঞ্চালনার জন্য সালমান পারিশ্রমিক বাড়ালেন ১২ কোটি রুপি

সালমন খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১ | ০২:২৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৩৪
‘বিগ বস’-এর পরবর্তী সিজন শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকে। ১৪ সপ্তাহ ধরে সেই রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করবেন বলিউড সুপারস্টার সালমন খান। গত ১১টি সিজনে সালমানই সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। এবারও তাকেই দেখা যাবে সঞ্চালকের দায়িত্বে। শোনা যাচ্ছে, এবার পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন তিনি।
‘বিগ বস’-এর প্রথম সিজনের সঞ্চালক ছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। এরপর একে একে শিল্পা শেঠী, অমিতাভ বচ্চনও অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব নেন। চতুর্থ সিজন থেকে বর্তমান সিজন পর্যন্ত সালমন খানই এই অনুষ্ঠানের সঞ্চলনার দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, চতুর্থ থেকে ষষ্ঠ সিজনে প্রতি পর্বের জন্য সালমন আড়াই কোটি রুপি নিতেন। সপ্তম সিজনে প্রতি সপ্তাহে তিনি পাঁচ কোটি টাকা করে পারিশ্রমিক পেতেন। ‘বিগ বস ১৩’ সঞ্চালনার জন্য সালমনকে প্রতি সপ্তাহে দেওয়া হতো ১৩ কোটি রুপি। এ বারে সেই অঙ্ক অনেক বেড়ে গেছে। বলিউডের একটি সূত্র জানিয়েছে, আগামী সিজনে প্রতি সপ্তাহে তিনি ২৫ কোটি রুপি করে নেবেন। ১৪ সপ্তাহে যার মোট হিসেব দাঁড়ায় ৩৫০ কোটি রুপি।
সঞ্চালক হিসেবে সালমানকে নিযুক্ত করা হলেও প্রতিযোগীর তালিকা এখনও স্থির করা হয়নি বলে জানা গেছে।
- বিষয় :
- সালমান খান
- বলিউড সুপারস্টার
- বিগ বস