ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিনেত্রী নাজিরা মৌ মা হয়েছেন

অভিনেত্রী নাজিরা মৌ মা হয়েছেন

নাজিরা মৌ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ০২:১৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ০২:২৪

অভিনেত্রী-মডেল নাজিরা মৌ কন্যাসন্তানের মা হয়েছেন। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে সোমবার দিবাগত রাত ১০টা ৫৪ মিনিটে প্রথমবার ফুটফুটে সন্তানের মা হন মৌ। মেয়ের নাম রাখা হয়েছে মাইরা রহমান। 

নাজিরা মৌ নিজেই তার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মেয়েকে নিয়ে সুস্থ আছেন বলেই জানিয়েছেন তিনি।  

নির্ধারিত সময়ের ২৪ দিন আগে সিজারের মাধ্যমে জন্ম হয় কন্যা মাইরা রহমানের। তবে হাসপাতালে তাদের আরও দুই/তিন দিনের মতো থাকতে হবে। মৌ তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি ঘরোয়া আয়োজনে রেস্তোরাঁয় বিয়ে হয় নাজিরা মৌয়ের। তার স্বামীর নাম মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি থাকেন যুক্তরাজ্যে। 

উল্লেখ্য, ২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার।

আরও পড়ুন

×