১ হাজার হলেই ভিডিও প্রকাশ করবেন জয়া

জয়া আহসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১ | ০৪:২৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ | ০৫:০৪
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিয়মিত পোস্ট করেছেন, ফটোশুট করা ছবি। মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে নিজের মতামতও প্রকাশ করেন। নিজের সিনেমার প্রচারণাও করেন পেজ এবং অ্যাকাউন্টে। মোট কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আহসান সবসময় দর্শকদের সঙ্গে কানেক্ট থাকেন।
এবার জয়া আহসান জানালেন ভিডিও প্লাটফর্মে আসার খবর। এখন থেকে ভক্তরা তাকে ইউটিউবেও পাবেন।শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইউটিউবে আসার কথা জানান জয়া আহসান। ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করারও অনুরোধ করেছেন।
জয়ার ইউটিউব লিংকে কোনো ভিডিও নেই। এ অভিনেত্রী লেখেন, আমি ভিডিও প্রকাশ করব, যদি চ্যানেলের সাবস্ক্রাইবার ১ হাজার (ওয়ান কে) হয়।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া নিজের একটি ছবি পোস্ট করে ইউটিউবে আসার ঘোষণা দিয়েছেন। পোস্ট দেওয়া সেই ছবিটি তুলেছেন দেশের সংগীতাঙ্গনের সুপারস্টার জেমস।
ক্যাপশনে জয়া লেখেন, ‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাই। এর আগেও জেমসের তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন জয়া।
তবে জয়ার এ শর্ত পূরণ হয়েছে। স্ট্যাটাস দেওয়ার একদিনের মাথাতেই তার ইউটিউবে সাস্ক্রাইবার সংখ্যা ১৮শ' পেরিয়েছে।
- বিষয় :
- জয়া আহসান
- ইউটিউব চ্যানেল
- বিনোদন