ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৬১ বছর বয়সী ম্যাডোনার প্রেমিকের বয়স কত?

৬১ বছর বয়সী ম্যাডোনার প্রেমিকের বয়স কত?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৫:০০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৫

বলিউডের অর্জুন কাপুর-মালাইকা অরোরা কিংবা সুস্মিতা সেন-রোহমান শলের প্রেম নিয়ে কম কথা হয়নি। তাদের প্রেমিকদের বয়স জেনে অনেকেই অবাক হয়েছেন।

এবার এ তালিকায় নাম লেখালেন মার্কিন পপ তারকা ম্যাডোনা। জানা গেছে, ৬১ বছর বয়সী এ তারকা ২৫ বছর বয়সী এক যুবকের সঙ্গে প্রেম করছেন। প্রেমিকের নাম আহমালিক ইউলিয়ামস।

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ইউলিয়ামসের বাবা ড্রিউককে তার ছেলের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন ম্যাডোনা। এমনকি সিনিয়র ইউলিয়ামস এবং তার স্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে, ইউলিয়ামসের প্রতি ভালোবাসার কথা জানান ম্যাডোনা। জানা গেছে, সিনিয়র ইউলিয়ামস এবং তার স্ত্রীর কোনও আপত্তি নেই এই সম্পর্কে। ছেলের চেয়ে ম্যাডোনা ৩৬ বছরের বড় হলেও এই সঙ্গে সম্পর্কে তারা খুশি।

২০২০ সালে লন্ডন এবং ফ্রান্সে ম্যাডোনার যে শো রয়েছে সেখানে তার প্রেমিকের বাবা মাকে আমন্ত্রণ জানিয়েছেন।

১৯৭৭ সালে ক্যারিয়ার শুরু করেন মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। এর আগে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন এ গায়িকা। 

আরও পড়ুন

×