ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাসপাতালে নব্বই দশকের নায়ক নাঈম

হাসপাতালে নব্বই দশকের নায়ক নাঈম

অভিনেতা নাঈম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১ | ০৪:০৮ | আপডেট: ০৭ নভেম্বর ২০২১ | ০৪:১৪

নব্বই দশকের জনপ্রিয়  নায়ক নাঈম বেশ অসুস্থ। গতকাল রাতে তার বাইপাস সার্জারি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুকে পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। এখন তার শারীরিক অবস্থা ভালো। 

ফেসবুকে খবরটি জানিয়ে লেখা হয়, ‘আপনাদের সবার প্রিয় নাইম ভাইয়ের গতকাল (৬ নভেম্বর) রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাইমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন’।

১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত 'চাঁদনী' সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দেশীয় চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। শুরুতেই বাজিমাত করেন তারা। ঢালিউডে নতুন রোমান্টিক জুটি হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেন 'দিল', 'সোনিয়া', 'চোখে চোখে', 'বিষের বাঁশি', 'অনুতপ্ত', 'টাকার অহংকার', 'সাক্ষাৎ', 'জিদ'সহ আরো বেশ কিছু চলচ্চিত্র। সর্বশেষ 'ঘরে ঘরে যুদ্ধ' চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন নাঈম-শাবনাজ।

আরও পড়ুন

×