ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

২ বছর আগের 'ন ডরাই' এর বিনিময়ে দেশে আসছে ‘গোলন্দাজ’

২ বছর আগের 'ন ডরাই' এর বিনিময়ে দেশে আসছে ‘গোলন্দাজ’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১ | ০২:৩৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ | ০২:৩৮

সাফটা চুক্তির আওতায় বরাবরই  বাংলাদেশে মুক্তি পায় কলকাতার  নতুন ছবি। অন্যদিকে কলকাতায় মুক্তি পায় বাংলাদেশের পুরোনো ছবি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০১৯ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ন ডরাই ছবির বিনিময়ে বাংলাদেশে আনা হচ্ছে নতুন সিনেমা 'গোলন্দাজ'।

'ন ডরাই' এর পরিবর্তে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেবের গোলন্দাজ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে শো মোশন লিমিটেডের ব্যানারে স্টার সিনেপ্লেক্স। 

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ ন ডরাইয়ের পরিবর্তে গোলন্দাজ আমনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানিয়েছেন, ‘সব ঠিক  ১৯ নভেন্বর গোলন্দাজ মুক্তি  পাবে দেশে।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এরই মধ্যে বাংলাদেশের সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘গোলন্দাজ’।

ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন ও তদানীন্তন সময়ের ফুটবলচর্চা অবলম্বনে নির্মিত সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে কলকাতায় মুক্তি পেয়েছে ১০ অক্টোবর। ধ্রুব ব্যানার্জি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে দুই কোটিরও বেশি টাকা।

আরও পড়ুন

×