আর রাজনীতি নয়, এবার শুধু অভিনয়: বনি সেনগুপ্ত

বনি সেনগুপ্ত। ছবি: ফাইল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১ | ০৫:৫৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ | ০৬:০৭
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর এবার বিজেপির রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন আরেক তারকা বনি সেনগুপ্ত।
ইতিমধ্যেই দল ছাড়ার কথা মৌখিকভাবে গেরুয়া শিবিরকে জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই একদিনের মধ্যে খাতা-কলমে সই করে দল ছাড়ার কথা জানিয়ে দেবেন এই অভিনেতা।
এ বিষয়ে এক সংবাদমাধ্যমমে বনির মা পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, আপাতত শুটিংয়ের ভীষণ চাপ রয়েছে তার ওপর। সব সামলে রাজনীতিতে মন দিতে পারছেন না বনি। সেই কারণেই রাজনীতি থেকে সরে অভিনয়ে মন দিতে চান তিনি।
অবশ্য এ বিষয়ে বনি নিজে এখনও পর্যন্ত কোনও ঘোষণা দেননি। বনির বিজেপি ত্যাগের খবরে অনেকেরই ধারণা, হয়তো তিনি তৃণমূলে যোগদানের জন্য এমন পথ বেছে নিয়েছেন। সেই জল্পনা নিয়ে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন কি না, এই সিদ্ধান্ত একমাত্র বনিই জানেন। তবে রাজনীতি ছেড়ে অভিনয়ে মন দিতে চান বলে খুশি বনির পরিবার।
বোলপুরে রাজা চন্দর নতুন ছবি ‘আম্রপালি’র শুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন বনি সেনগুপ্ত।
‘আম্রপালি’ ছাড়াও বনির হাতে রয়েছে ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’র মতো ছবি।
- বিষয় :
- বনি সেনগুপ্ত
- শুটিং
- বিজেপি