প্রিয়াঙ্কার সঙ্গে ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিলেন নিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১ | ০২:২৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ | ০২:২৪
গত সোমবার থেকেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের নামের পাশ থেকে নিকের পদবি 'জোনাস' সরিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা। এটা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। প্রশ্ন উঠেছে, ভেঙে যাচ্ছে কি আলোচিত এ তারকা জুটির সম্পর্ক?
এবার এসব প্রশ্ন ও জল্পনার ইতি টেনে দিলেন নিক। বউয়ের সঙ্গে ছবি শেয়ার করে বুঝিয়ে দিলেন ছড়িয়ে পড়া খবর আসলে ভুল। 'থ্যাঙ্কস গিভিং ডে'তে ইনস্টাগ্রামে সবাইকে শুভেচ্ছা জানান নিক। সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে পিছন থেকে স্বামীকে জড়িয়ে ধরে আছেন বলিউড গার্ল প্রিয়াঙ্কা। তাকিয়ে আছেন একে অপরের দিকে।
ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে ক্যামেল ব্রাউন নি-লেন্থ ড্রেস পরে। নিক পরেছেন কালো প্যান্ট, লেদার জ্যাকেট। ক্যাপশনে নিক লিখেছেন, হ্যাপি থ্যাংকসগিভিং এভরিওয়ান! গ্রেটফুল ফর ইউ প্রিয়াঙ্কা চোপড়া (ট্যাগ)।
প্রিয়াঙ্কা-নিকের ঘনিষ্ঠ ছবি সামনে আসতেই তা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, 'নিক, সঠিক সময়ে সঠিক ছবি দিয়ে তুমি সব গুজব উড়িয়ে দিয়েছ।' অনেক লিখেছেন 'বেস্ট কাপল'।
- বিষয় :
- প্রিয়াঙ্কা চোপড়া
- নিক জোনাস